Advertisement
Advertisement

Breaking News

Amitabh Bachchan

রণবীরের ‘রামায়ণ’ ছবিতে অমিতাভ বচ্চন! কোন চরিত্রে অভিনয় করছেন?

ছবিতে রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা যাবে!

Is Amitabh Bachchan in Ranbir Kapoor starrer Ramayana movie? Here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:September 9, 2024 7:48 pm
  • Updated:September 9, 2024 7:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে অনুরাগীদের উৎসাহের অন্ত নেই। এবার বড় চমক। রটনা, নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির সঙ্গে যুক্ত হচ্ছেন বিগ বি অমিতাভ বচ্চন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। চমকের এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, রণবীরকেও এই সিনেমায় দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে।

Ranbir-Ramayana-1

Advertisement

কাঁধ পর্যন্ত লম্বা চুল। কপালে রাজতিলক। খালি গায়ে মেরুণ-সোনালি পাড়ের উত্তরীয়। আর তার সঙ্গে মানানসই ধুতি। ‘রামায়ণ’-এর সেটে এভাবে রামচন্দ্র হয়ে উঠেছিলেন রণবীর। তাঁর পাশে সীতা হিসেবে সাই পল্লবীর মুখে ছিল স্মিত হাসি। শুটিংয়ের সেই ছবিতে সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাতেই ছবি নিয়ে দর্শকদের উৎসাহ বেড়ে যায়।

[আরও পড়ুন: জন্মের পরই দীপিকার মেয়ের সঙ্গে জড়াল রণবীর কাপুরের নাম, কীভাবে?]

এবারে জল্পনা, রণবীর-সাইয়ের এই ছবিতে জটায়ুর চরিত্রে কণ্ঠ দেবেন বিগ বি। জটায়ুর এই চরিত্রটি আসলে ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হবে। তার নেপথ্যেই হয়তো অমিতাভের কণ্ঠ শোনা যাবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী স্টার যশ। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী দশরথের ভূমিকায় দেখা যাবে অরুণ গোভিলকে। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত।

Lara

সূত্রের খবর মানলে, রণবীরের ওয়ার্ক ক্যালেন্ডারের আগামী ডেটগুলি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির জন্যই দেওয়া। রামের চরিত্রে অভিনয় করার জন্য নাকি অনেকদিন ধরেই মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন রণবীর। তার মধ্যেই চলছে কড়া শরীরচর্চা। যাতে এই চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন তার জন্য তিরন্দাজিও শিখেছেন রণবীর। এদিকে রটনা, শুধু রামচন্দ্র নয় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রণবীর কাপুরকে পরশুরামের চরিত্রেও দেখা যাবে। আর সেই লুক রামের থেকে একেবারেই আলাদা হবে।

Ranbir-2

[আরও পড়ুন: ‘মানুষ হিসেবে গর্ব বোধ করব না ঘৃণা…’, সুপ্রিম শুনানির পর RG Kar প্রসঙ্গে অঙ্কুশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement