সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাজতে চলেছে সানাই। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘বাহুবলী’ প্রভাস (Prabhas)। সম্প্রতি সিনেবাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালনের একটা পোস্টেই জল্পনার পালে হাওয়া লাগল। বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছে যে, প্রভাস এবার বিয়ে করতে চলেছেন। সেই জল্পনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেও বিয়ের দিনক্ষণে সিলমোহর বসাননি দক্ষিণী তারকা। তবে এবার সম্ভবত মনের মানুষের সঙ্গে চার হাত এক করেই ফেলবেন।
জনপ্রিয় দক্ষিণী সিনেবাণিজ্য বিশ্লেষক এক্স হ্যান্ডেলে প্রভাসের নাম লিখে পাশে ব্রাইড ইমোজি পোস্ট করেছেন। কোন শব্দ খরচ করেননি। আর মনোবালা বিজয়বালনের সেই পোস্টেই অনুরাগীদের উত্তেজনা আর বাঁধ মানছে না। শুভেচ্ছার জোয়ার সোশাল মিডিয়ায়। +বহুদিন থেকেই নাকি প্রভাস দক্ষিণী সুন্দরী তথা জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে নাকি প্রেম করছেন। তবে প্রকাশ্যে এসব নিয়ে আলোচনা করতে চাননি অনুষ্কা বা প্রভাসের কেউই। এবার মনোবালার পোস্টে সত্যতার গন্ধ খুঁজে পেলেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, চলতি বছরেই বিয়ে করছেন প্রভাস। তবে অনেকে আবার সন্দেহ প্রকাশ করে প্রশ্ন করেছেন, ‘এবার নিশ্চিত তো?’
Prabhas💒👰🏻
— Manobala Vijayabalan (@ManobalaV) January 10, 2025
উল্লেখ্য, তেইশ সালে ‘আদিপুরুষ’-এর প্রচারে প্রভাস স্পষ্ট জানান, “যেখানেই যাই, সেখানেই আমাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আমার বেশ মজাই লাগে। এর থেকে বোঝা যায় অনুরাগীরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে ভালবাসেন। তাই অনুরাগীদের বলতে চাই। বিয়ে আমি খুব শীঘ্রই করছি। তবে এখন কিছু বলব না। ঠিক সময়েই ঘোষণা করব। আমি জানি এবার এটা নিয়েই জল্পনা শুরু হবে।” সেই ছবিতে রামের চরিত্র করে বিতর্কে জড়িয়েছিলেন প্রভাস। পাশাপাশি আরেকটি গুঞ্জনও মাথা চাড়া দিয়েছিল তখন। দক্ষিণী সুপারস্টার নাকি সেটেই অভিনেত্রী কৃতী শ্যাননকে মন দিয়ে ফেলেছেন। যদিও সেই রটনা বন্ধ হতে বেশি সময় নেয়নি। এবার শোনা যাচ্ছে, সত্যিই নাকি প্রভাস শেষমেশ ছাদনাতলায় বসতে চলেছেন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.