Advertisement
Advertisement
Ishaa Saha

আড়াই দশক বাদে বড়পর্দায় প্রত্যাবর্তন রাতুল শঙ্করের, সঙ্গী ইশা সাহা

কেমন হবে পর্দায় ইশা-রাতুলের কেমিস্ট্রি!

Ishaa Saha paired up with Ratul Shankar in a new Bengali movie
Published by: Manasi Nath
  • Posted:March 18, 2025 7:42 pm
  • Updated:March 18, 2025 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ পঁচিশ বছর পর আবার বড়পর্দায় ফিরছেন মমতা শঙ্করপুত্র রাতুল শঙ্কর।  ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’ ছবিতে অভিনয় করেছিলেন রাতুল। এরপর দীর্ঘদিন পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন মমতা শঙ্করের ছেলে। ব্যস্ত ছিলেন গান বাজনার দুনিয়ায়। সংস্কৃতির জগৎ তাঁকে মূলত একজন পারকাশনিস্ট হিসাবেই চেনে। নতুন ছবিতে ইশা সাহার সঙ্গে জুটি বেঁধে আরও একবার রূপোলি পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা।

পরিচালক সত্রাজিৎ সেন তৈরি করেছেন তাঁর নতুন ছবি ‘চেক ইন চেক আউট’। সেই ছবিতেই জুটি বেঁধেছেন ইশা সাহা ও রাতুল শঙ্কর। ‘মাইকেল’-এর পরিচালক সত্রাজিতের এই নতুন ছবির মুখ্য চরিত্রে রয়েছেন ইশা। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিক, চান্দ্রেয়ী ঘোষকে। কলকাতার একটি হোটেলকে কেন্দ্র করে ছবির গল্প এগোবে। পরিচালকের বক্তব্য থেকে জানা গিয়েছে কলকাতা ও তার মানুষজনের গল্পই থাকবে ছবিতে। সেখানে কলকাতার হোটেলের ম্যানেজার, কর্মচারীদের সঙ্গে অতিথিদের সম্পর্কের দিকটিও তুলে ধরা হবে।

Advertisement

ছবিতে ইশাকে একটি হোটেলের জেনারেল ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে। তাঁর অভিনীত চরিত্রের নাম নম্রতা। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এই হোটেলে চাকরি নিয়ে কলকাতায় ফেরে নম্রতা। যদিও হোটেলটি নিয়ে তার তেমন কোনও আগ্রহ নেই। এই হোটেলেই অতিথি হিসাবে বারে বারে ফিরে আসে চান্দ্রেয়ী ও আরিয়ান অভিনীত চরিত্র দুটি। তারা বারবার কীসের টানে এই হোটেলেই ফিরে আসে তাকে কেন্দ্র করেই ছবির গল্প বুনেছেন পরিচালক। এই হোটেলের মালিক গিরীন্দমোহনের ভূমিকায় দেখা যাবে রাতুলকে, যিনি নম্রতার মেন্টরও বটে। নম্রতার সঙ্গে তার মেন্টরের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা আবার এই ছবির আর একদিক। আগামী এপ্রিলেই মুক্তি পাবে সিনেমাটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement