সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোর বর্ষা। তবু জাহ্নবীর জীবনে যেন ভরা বসন্ত। আপাতত প্রেমের জোয়ারে ভাসছেন শ্রীদেবীকন্যা। লন্ডনের রাস্তায় মনের মানুষের সঙ্গে হাতে হাত রেখে ঘুরছেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। তবে প্রেমের গুঞ্জনে এখনও সিলমোহর দেননি অভিনেত্রী।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাতে হাত রেখে ঘুরছেন জাহ্নবী এবং শিখর পাহাড়িয়া। একেবারে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে তাঁকে। জাহ্নবীর পরনে কালো টিউব টপ এবং ছাই রঙের ট্রাউজার। শিখরের পরনে পেস্তা রঙের টি-শার্ট এবং অফ হোয়াইট প্যান্ট। তাঁদের সঙ্গে ছিলেন বোন খুশি কাপুরও। ওই প্রেমঘন মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়। ‘এভাবেই জুটিতে প্রেমে থাকুন’, চাইছেন নেটিজেনরা।
View this post on Instagram
কে এই শিখর পাহাড়িয়া? ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোগপতিও বটে। বি-টাউনে কান পাতলে শোনা যায়, তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। তাঁরা নিজেরা কখনও সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বাবা বনি কাপুর প্রেমের জল্পনায় অতীতে সিলমোহর দেন। বলিপাড়ার প্রবীণ প্রযোজক বলেন, “শিখরকে আমি ভালোবাসি। বছরখানেক আগেও যখন শিখরের সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল না, তখন ও আমার ভালো বন্ধু ছিল। আমি জানি ও কখনও জাহ্নবীকে ছেড়ে যাবে না। অর্জুন হোক বা জাহ্নবী, সকলের সঙ্গে যোগাযোগ রাখে শিখর। মিলেমিশে থাকে। শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটাকে আমি আশীর্বাদ বলে মনে করি।”
একবার ‘কফি উইথ করণ’-এ জাহ্নবী জানান, তাঁর ফোনের স্পিড ডায়ালে বাবা বনি কাপুর, বোন খুশির পাশাপাশি ‘শিখু’র নম্বর রয়েছে। বিপদে-আপদে, যে কোনও সময়ে শিখর পাহারিয়াকে পাশে পান তিনি। সেদিনের পর্বজুড়ে শ্রীদেবীকন্যার মুখে শোনা যায় শুধু শিখর পাহারিয়ার কথা। একাধিকবার নানা জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের। তা সত্ত্বেও প্রেমের গুঞ্জনে এখনও সিলমোহর দেননি জাহ্নবী এবং শিখরের কেউই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.