Advertisement
Advertisement
Jeetu Kamal

জীতুর সুসময়, ‘এসকে মুভিজ’-এর তিন-তিনটি নতুন ছবিতে অভিনেতা

শুভশ্রী-শ্রাবন্তীর পাশাপাশি জুটি বাঁধছেন পায়েলের সঙ্গেও।

Jeetu Kamal's upcoming films
Published by: Sandipta Bhanja
  • Posted:November 8, 2024 12:34 pm
  • Updated:November 8, 2024 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুসময় বোধহয় একেই বলে। ‘অপরাজিত’ অভিনেতার ঝুলিতে বর্তমানে একাধিক কাজ। একাধারে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। অন্যদিকে ‘এসকে মুভিজ’-এর ব্যানারে তিন-তিনটে ছবির মুখ্য ভূমিকায় জীতু কমল।

খুব শিগগিরিই ‘এসকে মুভিজ’-এর তরফে বড় ঘোষণা আলতে চলেছে। নয়-দশটি নয় একেবারে আঠেরোটি নতুন ছবির ঘোষণা করতে চলেছে এই প্রযোজনা সংস্থা। সেই তালিকার অন্তত তিনটি সিনেমার প্রধান চরিত্রে জীতু কমল। অভিনেতার ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি যে বর্তমানে তুঙ্গে, তা হলফ করে বলা যায়। চলতি নভেম্বরের গোড়া থেকেই ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। সূত্রের খবর, জীতু এখন সেই ছবি নিয়েই ব্যস্ত। তার মাঝেই, অভিনেতার আরও তিনটি নতুন সিনেমার কথা জানা গেল।

Advertisement

Jeetu kamal

আগেভাগেই শোনা গিয়েছিল যে, কমলেশ্বর মুখোপাধ‌্যায় পরিচালিত ‘আমি আমার মতো’ ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন জীতু কমল। যেখানে শ্রাবন্তী চট্টোপাধ‌্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এছাড়াও কমলেশ্বরের এই সিনেমার অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। লন্ডনে শুটিংও সেরে এসেছেন জীতু-শ্রাবন্তী। ‘এসকে মুভিজ’-এর ব্যানারে আরও একটি ছবি তৈরি হচ্ছে। যার নাম ‘আপনজন’। এই রোমান্টিক পারিবারিক ড্রামার প্রধান চরিত্রেও থাকছেন জীতু। যে ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে পায়েল সরকারকে। ছবির পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ।

এখানেই শেষ নয়! সাম্প্রতিক খবর, অংশুমানের আরও একটি ছবির জন্য ফের জুটি বেঁধেছেন জীতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অতঃপর জুটি হিসেবে এটি তাঁদের দ্বিতীয় সিনেমা হবে ‘আমি আমার মতো’ ছবির পর। সূত্রের খবর, এক কিডন‌্যাপারের গল্পকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। এক্ষেত্রেও ‘এসকে মুভিজ’ লোকেশন হিসেবে লন্ডনকে বেছে নিয়েছে। সেই প্রেক্ষাপটেই সাজানো হয়েছে গল্প। যার পরতে পরতে রয়েছে কমেডি, থ্রিল, রোমান্স। সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে একবারে তিন-তিনটি ছবি কাজ হতে চলেছে জীতু কমলের। এবার দেখার, ‘এসকে মুভিজ’-এর ১৮ ছবির মধ্যে আর কী কী চমক থাকছে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement