সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির পাশাপাশি টলিউডের ছবিতেও চুটিয়ে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। বাবা যিশু ইতিমধ্যেই বলিপাড়ার ডাকসাইটে সব তারকার সঙ্গে স্ক্রিনশেয়ার করে ফেলেছেন। সেই আবহেই সারা সেনগুপ্তর বলিউড ডেবিউ নিয়ে টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো। শোনা যায়, সলমন খানের ব্যানারেই যিশু-নীলাঞ্জনা কন্যার বলিউড অভিষেক ঘটতে চলেছে। মডেল হিসেবে ইতিমধ্যেই যিনি জনপ্রিয়তা লাভ করেছেন, উপরন্তু অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ ছবিতে, তাঁর পক্ষে বলিউড ডেবিউ যে অসম্ভবপর নয়, সেটা বলাই বাহুল্য। সত্যিই কি বলিউডের পর্দায় দেখা যাবে তাঁকে? এবার জল্পনাযজ্ঞে মুখ খুললেন খোদ সারা সেনগুপ্ত।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’ ছবি দিয়েই অভিনয়ে হাতখড়ি করেছিলেন যিশু-নীলাঞ্জনা (Jisshu, Nilanjana) কন্যা সারা সেনগুপ্ত (Sara Sengupta)। জীবনের প্রান্তিক সময় এসে শুধুমাত্র সহজ-সরল শিশুসুলভ ভালোবাসার জোরেই সকলকে একসূত্রে বাঁধা ‘উমা’ এখন অনেকটাই পরিণত। তবে তার পর থেকে আর পর্দায় তাঁর আবির্ভাব ঘটেনি। বাস্তবজীবনে বর্তমানে চুটিয়ে মডেলিং করছেন। সম্প্রতি তাঁর বড়পর্দায় প্রত্যাবর্তনের খবর শোনা যায়। তাও আবার বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, সুদূর মায়ানগরীতে সলমন খানের ব্যানারে বলিউডের পর্দায়। এই জল্পনা সত্যি হলে যে সারার অভিনয় কেরিয়ারে বড় ব্রেক হবে, তা বলাই বাহুল্য। তবে ধোঁয়াশার মাঝে সারা নিজেই সবটা পরিষ্কার করলেন।
ইনস্টা স্টোরিতে যিশু-নীলাঞ্জনা কন্যা লিখেছেন, ‘কয়েকটা বিষয় পরিষ্কার করতে এলাম। আমার বলিউড ডেবিউ নিয়ে বেশ কয়েকটা প্রতিবেদন দেখলাম। আমি যদিও ভবিষ্যতে অভিনয় করতে চাই, তবে আপাতত মডেলিংটাই মন দিয়ে করতে চাই। জানি না, জল্পনার সূত্রপাত কীভাবে হল তবে আমার মনে হল বিষয়টা পরিষ্কার করে দিই।’ প্রসঙ্গত, বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় মুখ নিঃসন্দেহে সারা সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বড় মেয়ে ইতিমধ্যেই মডেলিং জগতে নজর কেড়েছেন তাঁর স্টানিং লুক্, উপস্থিতি এবং মার্জিত ব্যক্তিত্বের কারণে। একাধিক আইকনিক ফ্যাশন ব্র্যান্ডের শোতেও দেখা গিয়েছে সারাকে। তার জন্যে প্রশংসাও কুড়িয়েছেন বিস্তর। ভবিষ্যতে বড়পর্দায় কি দেখা যাবে তাঁকে? অদৃষ্টর কাছেই সেই উত্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.