Advertisement
Advertisement
Jisshu Sengupta

বিচ্ছেদের জল্পনার মাঝে ফের এক মঞ্চে যিশু-নীলাঞ্জনা?

বেশ কয়েকদিন ধরে যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের জল্পনায় মুখর টলিপাড়া।

Jisshu Sengupta and Nilanjana awardee in same programme
Published by: Sayani Sen
  • Posted:August 11, 2024 11:11 am
  • Updated:August 11, 2024 11:37 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, যিশু-নীলাঞ্জনার প্রায় ২ দশকের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে। দুজনের জীবনে চলার পথ নিয়েছে অন্য মোড়। এখন নাকি আর একসঙ্গে থাকেন না তাঁরা। তবে বিচ্ছেদের জল্পনার মাঝে নয়া খবর। শোনা যাচ্ছে, একমঞ্চে পুরস্কৃত হতে চলেছে যিশু-নীলাঞ্জনা। আদৌ ফের মুখোমুখি হবেন দুজনে, তা নিয়ে জোর জল্পনা।

Jisshu-Nilanjana

Advertisement

শহরের এক পাঁচতারা হোটেলে তারকাদের সম্মান প্রদান অনুষ্ঠানের আসর বসতে চলেছে। ওই অনুষ্ঠানে মিমি, শুভশ্রী, আবিরদের মতো টলিউডের প্রথম সারির তারকাদের থাকার কথা। ওই অনুষ্ঠানেই নাকি পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন যিশু ও নীলাঞ্জনা। জল্পনা অনুযায়ী, দুটি আলাদা বিভাগে তাঁরা পুরস্কার পেতে চলেছেন। ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের জন্য ‘ছোট পর্দার সেরা প্রযোজক’ হিসাবে পুরস্কৃত হতে চলেছেন নীলাঞ্জনা। আবার যিশু ‘দশম অবতার’ ছবিতে অভিনয়ের জন্য ‘সেরা খলনায়ক’ সম্মানে ভূষিত হবেন।

jisshu

[আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুদের জন্য কাঁদছে প্রীতি জিনটার মন, দিলেন বিশেষ বার্তা]

এই অনুষ্ঠানটিতে কী একমঞ্চে দেখা যাবে যিশু ও নীলাঞ্জনাকে, তা নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যিশু বর্তমানে শহরে নেই। তাই তাঁর পুরস্কার নিতে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, নীলাঞ্জনা নাকি পুরস্কার নিতে আসবেন অনুষ্ঠানে। বিচ্ছেদের জল্পনার মাঝে এই প্রথমবার যিশুকে ছাড়া একা কোনও অনুষ্ঠানে দেখা যেতে পারে নীলাঞ্জনাকে।

Jisshu Nilanjana

কয়েকদিন ধরেই যিশু ও নীলাঞ্জনার সম্পর্কের ভাঙন নিয়ে মুখর টলিপাড়া। তবে এই বিষয়ে প্রকাশ্যে যিশু বা নীলাঞ্জনা কেউই মুখ খোলেননি। গুঞ্জন বলছে, টলিউডের হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন গুজরাটের কন্যা শিনাল সুর্তি! কর্মসূত্রে শিনাল যিশু সেনগুপ্তর আপ্ত সহায়ক। প্রায় ৫ বছর ধরে যিশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনিই। প্রেমের আগুন দুদিকেই নাকি জোরদার। শুধুই প্রেম নয়, মুম্বইয়ে একসঙ্গে নাকি থাকছেনও যিশু ও শিনাল!

Jisshu

এখন নীলাঞ্জনার সোশাল ওয়ালে মন খারাপের ভিড়। কখনও নিজের পিঠ চাপড়ে কঠিন সময়কে জয় করার পোস্ট দেখা যাচ্ছে, আবার কখনও বা নীলাঞ্জনা তাঁর কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা-জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করেছেন। বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার পাঠ দিয়েছেন নীলাঞ্জনা। তবে টলিউডের ‘পাওয়ার কাপল’ যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের জল্পনা যেন বিস্ময়কর, বলছেন তাঁদের গুণমুগ্ধরা।

Jisshu

[আরও পড়ুন: ডুয়ার্সের রেস্তরাঁয় রাতবিরেতে অরিজিৎ সিং, তারপর? ধরা পড়ল সিসিটিভিতে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement