Advertisement
Advertisement
Kajol-Ibrahim Ali Khan

সইফপুত্র ইব্রাহিমের সঙ্গে কাজলের নয়া সমীকরণ! প্রাক্তন নায়কের ছেলেকে নিয়ে কী বললেন অভিনেত্রী?

কোন সিনেমায় একসঙ্গে দেখা যাবে দুজনকে?

Kajol about working with Ibrahim Ali Khan in Sarzameen film
Published by: Suparna Majumder
  • Posted:August 11, 2024 1:41 pm
  • Updated:August 11, 2024 1:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি পরিচালকের সায় থাকত তাহলে কাজলের প্রথম ছবি ‘বেখুদি’র নায়ক হতেন সইফ আলি খান। কিন্তু তা হয়নি। শুটিং করেও ছবি থেকে বাদ যান সইফ। পরে অবশ্য ‘ইয়ে দিললগি’, ‘হামেশা’র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এবার সইফপুত্র ইব্রাহিমের পালা। তাঁর সঙ্গে কাজলের নয়া সমীকরণ দেখা যাবে সিনেমার পর্দায়।

Kajol-Ibrahim-Ali-Khan-1

Advertisement

 

বোমন ইরানির ছেলে কায়োজে অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনার কাজও শুরু করেছেন। তাঁর পরিচালনায় তৈরি ‘সরজমিন’ সিনেমায় কাজল ও ইব্রাহিম একসঙ্গে কাজ করেছেন। ছবিতে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারণও রয়েছেন। তাঁর সঙ্গেও প্রথমবার স্ক্রিন শেয়ার করলেন কাজল। ছবি সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী বলেন, “এই প্রথম পৃথ্বীরাজের সঙ্গে কাজ করলাম আর দারুণ লাগল। ইব্রাহিমের সঙ্গে কাজ করেও একই অনুভূতি। আমার মনে হয়, দর্শকরা এই দুজনকে অন্যভাবে বড়পর্দায় দেখতে পাবেন।”

[আরও পড়ুন: রণজয়কে আইনি নোটিস দুই সোহিনী-সায়ন্তনীর? জল্পনা তুঙ্গে]

সিনেমার প্লট অবশ্য এখনই ভাঙতে চান না কাজল। তার জন্য ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। এমনটাই মনে করা হচ্ছে। ‘সরজমিন’ ছাড়াও একাধিক ছবি রয়েছে কাজলের হাতে। আগামীতে কৃতী স্যানন ও কনিকা ধিঁল্লো প্রযোজিত ‘দো পাত্তি’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। ছবিতে কৃতী অভিনয়ও করেছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টিজার। তাতে টানটান রহস্যের আভাস পাওয়া গিয়েছে।

কিছুদিন আগে ‘মা’ সিনেমার শুটিং করতে বাংলায় এসেছিলেন কাজল। বোলপুর, শান্তিনিকেতনেও গিয়েছিলেন। পরে আবার তনুজার সঙ্গে আসে কাজলের ছেলে যুগ। কাজের ফাঁকে মাকে নিয়ে দক্ষিণেশ্বরেও গিয়েছিলেন কাজল। শোনা গিয়েছে, ‘মা’ সিনেমার কাজও প্রায় শেষ। এছাড়াও কাজলের হাতে রয়েছে তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পালাপতির পরিচালিত ‘মহারাগ্নি: দ্য ক্যুইন অফ ক্যুইন’। প্রায় ২৭ বছর এই ছবিতে প্রভু দেবার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাংলার যিশু সেনগুপ্ত।

[আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুদের জন্য কাঁদছে প্রীতি জিনটার মন, দিলেন বিশেষ বার্তা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement