সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে দাম্পত্যের এক বসন্ত পার করলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ মল্লিক (Kanchan Mullick, Sreemoyee Chattoraj)। যদিও তাঁদের দাম্পত্যযাপনের এই গোটা বছরটাই বসন্তের মতো কেটেছে। সেটা দম্পতির সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যায়। উপরন্তু দায়িত্বও বেড়েছে। সংসার আলো করে এসেছে কৃষভি। তবে মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করলেও রোমান্সে যে তাঁদের বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, সেটা বিয়ের প্রথম জন্মদিনেই বুঝিয়ে দিলেন তাঁরা। কখনও একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবালেন, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করল বন্ধুরা, আবার কখনও বা নবপরিণীতার মতো ফুলশয্যার খাটের ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন শ্রীময়ী।
চব্বিশ সালের ভ্যালেন্টাইনস ডে-তে সকলকে চমকে দিয়ে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। স্ত্রীর জন্য হিরের আংটি নিয়ে যথাস্থানে পৌঁছে গিয়েছিলেন কাঞ্চন। দুই পরিবারের সাক্ষীতে আইনিভাবে প্রথমে বিয়ে করেন। তারপর মার্চমাসে সামাজিক প্রথায় ছাদনাতলায় মালাবদল, সিঁদুরদান। তাঁদের রিসেপশন ঘিরে যদিও বিতর্ক দানা বেঁধেছিল, তবে সেসব এখন অতীত। সুখের ঘরকন্না সাজিয়েছেন তাঁরা কৃষভিকে নিয়ে। শনিবার তাঁদের প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে। উদযাপনের একগুচ্ছ ছবিও সোশাল মিডিয়া ভাগ করে নিয়েছেন কাঞ্চনঘরণি। পরনে তাঁর লাল ড্রেস। ভালোবাসার রঙে কাঞ্চনকে রাঙিয়ে দিয়ে একে-অপরের হাত ধরে কেক কাটলেন। বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করে কাটালেন। বাড়িতে ফের নববিবাহিত দম্পতির মতো ফুলশয্যাও হল তাঁদের। আর এই আনন্দঘন রোম্যান্টিক মুহূর্তের প্রতিটা ফ্রেমই শ্রীময়ী শেয়ার করলেন সমাজ মাধ্যমে। সেখানেই দেখা গেল, গোলাপ আর রজনীগন্ধায় সেজে উঠেছে তাঁদের ফুলশয্যার বিছানা। নরম আলোয় ঘরে ছড়িয়ে পড়েছে প্রেমের মাদকতা।
View this post on Instagram
শ্রীময়ীর শেয়ার করা ছবিগুলোর মধ্যে সবথেকে বেশি নেটপাড়ার নজর কেড়েছে তাঁদের চুম্বনরত ছবিটি। সব ভুলে একে-অপরের মধ্যে ডুবে গিয়েছিলেন তাঁরা। হাসিঠাট্টা যতই হোক, ট্রোলের দুনিয়ায় বুকের পাটা নিয়ে ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার উদযাপন করতে দেখা গেল তাঁদের। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের পয়লা জন্মদিন যে জমে ক্ষীর, তা বেশ বোঝা গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.