Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

বাংলাদেশে ‘হিন্দুহত্যা’য় এদেশে কোনও আন্দোলন নেই! কলকাতায় ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা

কলকাতায় এসে আর কী বললেন কঙ্গনা?

Kangana Ranaut rection on Bangladesh Situation
Published by: Akash Misra
  • Posted:November 29, 2024 5:42 pm
  • Updated:November 29, 2024 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। শুক্রবার কলকাতায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন বলিউড কুইন।

কঙ্গনা জানালেন, বাংলাদেশে পরিস্থিতি খুবই দুশ্চিন্তার। বিশেষ করে হিন্দুদের জন্য খুবই চিন্তার বিষয়। ওদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। সাধুসন্তদের যে দুর্দশা তা খুবই উদ্বেগের, ভয়ানক। কিন্তু তার থেকেও বড় কথা হল, এনিয়ে এদেশে কোনওরকম আন্দোলন চোখে পড়ছে না। কেউ সোশাল মিডিয়ায় লিখছেন না, অল আইজ অন বাংলাদেশ। অবাক লাগছে।

Advertisement

এখানেই শেষ করেননি কঙ্গনা। তাঁর কথায়, ”বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই অশান্তি ছড়াচ্ছেন। এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে রয়েছি। বিশেষ করে ওই দেশে যে হিন্দুরা রয়েছেন তাদের সঙ্গে রয়েছি। শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করুন।”

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলছিল মৌলবাদীরা। এই দাবিতে মামলাও দায়ের হয় আদালতে। কিন্তু সেই মামলা খারিজ হয়ে গিয়েছে। এর মাঝেই বিপাকে পড়লেন ইসকনের বেশ কয়েকজন সন্ন্যাসী। জানা গিয়েছে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বৃহস্পতিবার ইসকনের ১৭ জনের আর্থিক লেনদেন স্থগিতের নির্দেশ দেশের বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। এই নির্দেশের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভু-সহ ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য ফ্রিজ করে দেওয়া হয়েছে। চিন্ময় প্রভু-সহ তালিকায় রয়েছেন কার্ত্তিকচন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশচন্দ্র অধিকারী ও সজল দাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement