Advertisement
Advertisement
Kangana Ranaut

ষোলো আনা হিমাচলী খাবার নিয়ে হিমালয়ের বুকে রেস্তরাঁ খুললেন কঙ্গনা, সাংসদ-অভিনেত্রী এবার ব্যবসায়

হিমালয়ের বুকে বরফে মোড়া রেস্তরাঁ খুললেন কঙ্গনা, মিলবে খাঁটি হিমাচলী খাবার।

Kangana Ranaut turns restaurateur, glimpse of her 'little cafe' in Himalayas
Published by: Sandipta Bhanja
  • Posted:February 5, 2025 1:40 pm
  • Updated:February 5, 2025 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়, রাজনীতির পর এবার ব্যবসায়ে মন কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। হিমাচলী ভূমিকন্যা বরাবর নিজের প্রাদেশিক সংস্কৃতির প্রচার করে এসেছেন। এবার রেস্তরাঁ খুলে কর্মজীবনের নতুন ইনিংস শুরু করলেন সাংসদ-অভিনেত্রী। যেখানকার মেন্যুতে প্রাধান্য পাবে শুধুই ষোলো আনা হিমাচলী খাবার।

ভূ-ভারতে অনেক তারকাই হোটেল ব্যবসা খুলেছেন, সেই তালিকায় যেমন ফিল্মিদুনিয়ার নক্ষত্রদের পাশাপাশি ক্রীড়াজগতের ব্যক্তিত্বরাও রয়েছেন। শচীন তেণ্ড়ুলকর, বিরাট কোহলি থেকে এদিকে মিঠুন চক্রবর্তী, করণ জোহর, শিল্পা শেট্টি, ববি দেওল, সানি লিওনির মতো অনেকেই রয়েছেন। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন কঙ্গনা রনাউত। হিমালয়ের বুকে বরফে মোড়া তাঁর ছোট্ট পাহাড়ি রেস্তরাঁর অন্দরসজ্জা দেখিয়ে কঙ্গনা রানাউত জানিয়েছেন, “আমার শৈশবের স্বপ্নপূরণ হল এবার।” রেস্তরাঁর নামেও চমক রেখেছেন মাণ্ডির সাংসদ- ‘দ্য মাউন্টেন স্টোরি’। আর সেই নামের সঙ্গেই জুড়ে রয়েছে কঙ্গনার ভালোবাসার কাহন। তাই তো উদ্বোধনের দিন হিসেবে বেছে নিয়েছেন ভ্যালেন্টাইনস ডে-কে। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসেই রেস্তরাঁর দরজা জনসাধারণের জন্য খুলে দেবেন সাংসদ-অভিনেত্রী। দেশ-বিদেশের মানুষের কাছে হিমাচলী খাদ্যসংস্কৃতি তুলে ধরতেই কঙ্গনার এহেন উদ্যোগ। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা গেল, বরফে মোড়া একটুকরো জমির উপর তাঁর সুসজ্জিত রেস্তরাঁ। এখানে ঢুঁ মারলেই পেয়ে যাবেন মায়ের হাতের খাঁটি হিমাচলী রান্নার স্বাদ। ‘দ্য মাউন্টেন স্টোরি’র অন্দরসজ্জাতেও হিমাচলের হস্তশিল্পের ছোঁয়া। প্রাদেশিক নানা ধরণের শৈল্পিক জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে কঙ্গনার রেস্তরাঁ। জানলা খুললেই দেখা যাবে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। পর্যটকদের জন্য যে কঙ্গনার এই রেস্তরাঁ দারুণ এক গন্তব্য হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যায়।

Advertisement

রেস্তরাঁর ভিডিও শেয়ার করে কঙ্গনা জানালেন, “হিমালয়ের বুকে আমার ছোট্ট একটা ক্যাফে থাকবে, শৈশব থেকে যে স্বপ্ন দেখতাম, তা পূরণ হল। ‘দ্য মাউন্টেন স্টোরি’ আসলে এক ভালোবাসার গল্প। আমার মজ্জায় পাহাড়-পর্বত। নদী আমার শিরায়। এখানকার ঘনজঙ্গল ঘিরে আমার ভাবনাচিন্তা। এবার পাহাড় আমায় ডাকছে, আমায় তো সাড়া দিতেই হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি উদ্বোধন হবে আমার রেস্তরাঁ।” প্রসঙ্গত, সম্প্রতি ‘এমার্জেন্সি’ সিনেমা দিয়ে কঙ্গনার বিগত কয়েক বছরের ফ্লপস্টার তকমা ঘুচেছে। উপরন্তু তিনি এখন মাণ্ডির সাংসদও। রাজনৈতিক দায়িত্বও রয়েছে। এসবের মাঝেই নতুন ইনিংস শুরু করলেন কঙ্গনা রানাউত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Mountain Story ( Restaurant ) (@themountainstorytms)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement