Advertisement
Advertisement
2025 Grammy Awards

নগ্ন হয়ে গ্র্যামির মঞ্চে! আইনি জটিলতায় পড়তে পারেন বিয়াঙ্কা-কেনি?

কানাঘুষো শোনা যাচ্ছে, আইনি জটিলতায় পড়তে পারেন কেনি-বিয়াঙ্কা।

Kanye West and Bianca Censori were escorted out of the 2025 Grammy Awards
Published by: Sayani Sen
  • Posted:February 3, 2025 1:03 pm
  • Updated:February 3, 2025 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্র্যামির ভরা মঞ্চ। তারকাদের ভিড়ে ছয়লাপ। তারই মাঝে কালো পোশাক পরে ঢুকলেন মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট। পাশে তাঁর স্ত্রী বিয়াঙ্কা। তাঁর পোশাককে ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। শেষমেশ নিরাপত্তারক্ষীদের তৎপরতায় অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় তাঁদের। কানাঘুষো শোনা যাচ্ছে, আইনি জটিলতায় পড়তে পারেন কেনি-বিয়াঙ্কা। আইন বলছে, জেল ও জরিমানা দুই-ই হতে পারে তাঁদের।

কেনি ওয়েস্টের পরনে কালো টি শার্ট। কালো জিনস। সঙ্গে কালো স্নিকার্স। চোখে কালো সানগ্লাস। পাশে কালো পশমের কোট গায়ে বিয়াঙ্কা। তবে ওই কোট সরতেই বিপত্তি। বিয়াঙ্কার স্তন উন্মুক্ত। যোনি ঢাকা পাতলা কাপড়ে। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। বোঝাই যাচ্ছিল না তিনি আদৌ পোশাক পরেছেন কিনা। যদিও বিয়াঙ্কার দাবি, তাঁর পরনে ছিল ‘ন্যুড ড্রেস’। ত্বকের রংয়ের পোশাক। দেহের সঙ্গে একেবারে মিশে যাওয়ায় তা বোঝা যাচ্ছিল না।

Advertisement

biancaবলে রাখা ভালো, এর আগে ২০২৩ সালে আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ছবি দেখে চমকে ওঠেন নেটিজেনরা। ‘ন্যুড’ পোশাক পরে কেনির সঙ্গে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা। স্তন যুগল ঢেকেছিলেন বালিশ দিয়ে। মনে হচ্ছিল যেন প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছেন। সে সময়ও ছবি ঘিরে প্রবল বিতর্ক হয়েছিল।

 

Kanye-West-Wife-1

বেস্ট ব়্যাপ সং বিভাগ-সহ ২টি মনোনয়ন পেয়েছিলেন কেনি। তবে পোশাক বিভ্রাটের জেরে অনুষ্ঠানস্থল ছাড়তে হয় তাঁদের। তাই শেষমেশ পুরস্কার পেলেন কিনা, তা স্পষ্ট নয়। একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন কেনি। পরে কিম কার্দাশিয়ানকে বিয়ে করে খবরের শিরোনামে আসেন। কিমের সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যে বিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খেতে থাকেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে জানা যায় অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কাকে গোপনে বিয়ে করে ফেলেন কেনি। মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট গত মাসেই বাথটবে স্নানরত অবস্থায় স্ত্রীর নগ্ন ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তা নিয়ে হইচই হয় যথেষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement