Advertisement
Advertisement
Kareena Kapoor

সৈকতে সোনালি বিকিনিতে করিনা! ‘উত্তাপে’ ঘেমেনেয়ে একসা নেটপাড়া

সপরিবারে মালদ্বীপে করিনা কাপুর।

Kareena Kapoor's sun-kissed weekend with bright bikinis and Saif Ali Khan
Published by: Biswadip Dey
  • Posted:November 10, 2024 11:38 am
  • Updated:November 10, 2024 11:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী সইফ, দুই পুত্র তৈমুর ও জেহকে নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন করিনা কাপুর। আর সেই ছবিই তিনি এবার শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। নো মেকআপ লুকে বিকিনি পরিহিত অভিনেত্রীর সৌরচুম্বনের ছবি নেটজগতে ভাইরাল হয়ে গিয়েছে।

যে কটি ছবি শেয়ার করেছেন নায়িকা, তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে হলুদ বিকিনি পরিহিত ছবিটিই। আরও এক ছবিতেও হলুদ বিকিনিতে দেখা যাচ্ছে তাঁকে। চোখে রোদচশমা অন্য ছবিতে ৪৪ বছরের অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে বোটে। সইফ সেখানে পরেছেন উজ্জ্বল কমলা শর্টস। এছাড়াও নিজের আরও ছবি শেয়ার করেছেন করিনা। ছুটি কাটানোর মেজাজে তোলা ছবিগুলিতে করিনাকে ‘কুল’ লাগছে বলেই মত বহু নেটিজেনের। অনেকে ‘হট টু হ্যান্ডল’ বলেও দাবি করেন।

Advertisement

বলিউড ডিভা সময় পেলেই বেরিয়ে পড়েন পরিবারের সঙ্গে। ছোট্ট দুই ছেলে ও স্বামী সইফকে নিয়ে পতৌদি প্যালেসে কাটানোর পাশাপাশি সমুদ্র সৈকত বা অন্যত্রও তাঁদের দেখা গিয়েছে আগে। এছাড়া প্রতি বার নতুন বছর পড়ার আগেই সুইজারল্যান্ডে চলে যান তাঁরা। নতুন বছরকে স্বাগত জানান সেখান থেকেই।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিংহম এগেইন’। সেখানে নায়িকার চরিত্রে ছিলেন করিনা। তৈরির সময়ে সেটে হওয়া মজার কথা শেয়ার করতে গিয়ে অভিনেতা অজয় দেবগন বলেছেন, ”করিনা কাপুর হচ্ছে গসিপ ক্যুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু শেখার মতো ওর কাছ থেকে। আর সেটেই সেই পরনিন্দা-পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।’

উল্লেখ্য, এর আগে করিনাকে দেখা গিয়েছে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ ছবিতে। যা এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। এছাড়াও এর আগে কৃতি স্যানন ও টাব্বুর সঙ্গে ‘ক্রু’ ছবিটিও বাণিজ্যসফল হয়েছিল। সব মিলিয়ে এবছর পর পর সাফল্য পেয়েছেন করিনা। আর তার পরই পাড়ি জমিয়েছেন মালদ্বীপের সোনালি সৈকতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement