ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি বলিউডের চকোলেট হিরো যে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন, সেকথা অনেকেরই অজানা। শুটিংয়ের সঙ্গে সমান্তরালে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা সামলেছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। এবার সেই পরিশ্রমেরই ফল পেলেন। এক দশক বাদে গিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেলেন অভিনেতা।
সম্প্রতি ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল মুম্বইতে। সেখানেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সার্টিফিকেট তুলে দেওয়া হয় কার্তিকের হাতে। শনিবার সেই আনন্দঘন মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ‘ভুল ভুলাইয়া’ ছবির ‘রুহ বাবা’। সমাবর্তন অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেয়ে উচ্ছ্বসিত কার্তিক। কলেজ পড়ুয়াদের সঙ্গে নাচতেও দেখা গেল তাঁকে। এদিন ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের ড্রেসকোডেই অনুষ্ঠানে হাজিরর হন বলিউড অভিনেতা। ভরা অডিটোরিয়ামে পড়ুয়াদের সঙ্গে রসিকতায় মাতার পর ‘ভুল ভুলাইয়া’ সিনেমার গানে নাচও করলেন। কলেজ ক্যাম্পাস ঘুরে, অধ্যাপকদের সঙ্গে দেখা করে কলেজের স্মৃতিতে ডুব দেন কার্তিক। সেসব মুহূর্ত শেয়ার করে কার্তিক লিখেছেন, ‘ব্যাকবেঞ্চ থেকে কলেজের সমাবর্তন অনুষ্ঠানে- দারুণ একটা সফর ছিল।’ ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান অভিনেতা।
View this post on Instagram
‘প্যায়ার কা পঞ্চনামা’ সিনেমা থেকেই নজর কেড়েছিলেন কার্তিক। তার পর একের পর এক রোমান্টিক কমেডি। ‘সোনু কি টিট্টু কি সুইটি’, ‘লুকাছুপি’, কিংবা ‘শহেজাদা’। তবে শুধুই দর্শককে হাসানো নয়, বরং ‘লাভ আজকাল’ ছবির হাত ধরে কার্তিক প্রেমগুরু। তবে শুধুই ছবির পর্দায় নয়, রিয়্যাল লাইফেও কার্তিকের প্রেমকাণ্ড অনেক। কখনও সারা আলি খান, কখনও অনন্যা পাণ্ডে। বলিউডের প্রায় প্রতিটি নায়িকার সঙ্গে ডেট করে ফেলেছেন কার্তিক। তবে কারও গলায় মালা দিতে নারাজ। আর কার্তিকের এই প্রেমিকা ডজের কায়দাই, আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে কার্তিককে। অন্তত, এমনটাই মনে করছে নেটপাড়া। তবে এসবের মাঝেও কিন্তু পড়াশোনা চালিয়ে গিয়েছেন অভিনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.