Advertisement
Advertisement

Breaking News

আফগানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই, মুক্তি পেল ‘কেশরী’র ট্রেলার

নেটদুনিয়ায় ইতিমধ্যে সাড়া জাগিয়েছে ছবির ট্রেলার।

'Kesari' Trailer out
Published by: Sayani Sen
  • Posted:February 21, 2019 2:12 pm
  • Updated:February 21, 2019 2:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ অমর একুশে৷ আজকের দিনের তাৎপর্য নতুন করে বলার কিছুই নেই৷ আজকের দিনটি গুরুত্বপূর্ণ টিম ‘কেশরী’র কাছেও৷ ২১ জন সৈন্যের লড়াইয়ের কাহিনি ট্রেলার আকারে একুশে ফেব্রুয়ারিতেই দর্শকদের সামনে এল৷ সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ কয়েকঘণ্টার মধ্যেই তা নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে৷

[অসুস্থ ক্যাটরিনা! আপাতত বন্ধ ‘ভারত’ ছবির শুটিং]

একটি যুদ্ধের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘কেশরী’৷ সময়টা তখন ১২ সেপ্টেম্বর, ১৮৯৭ সাল৷ ভারত তখন ব্রিটিশ শাসনাধীন৷ প্রায় দশ হাজার আফগান অনুপ্রবেশকারীর বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষার লড়াই করেন ২১ জন শিখের একটি দল৷ সেই ঘটনার উপরে ভিত্তি করেই অনুরাগ সিং তৈরি করেছেন ‘কেশরী’৷ ছবির ট্রেলারের শুরু থেকেই সেই লড়াইয়ের আবহ৷ লড়াই করে নিজের অধিকার বুঝে নেওয়ার ইঙ্গিত স্পষ্ট গোটা ট্রেলারে৷ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার৷ তাঁর চরিত্রের নাম হাবিলদার ইশার সিং৷ গোটা ট্রেলারেই শুধু অক্ষয় কুমার৷ তাঁর উজ্জ্বল উপস্থিতিতে ম্লান হয়ে যায় অন্য সব কিছু৷ রয়েছেন পরিণীতি চোপড়া৷ এছাড়াও ট্রেলারে দেখা গিয়েছে নবাগতদের৷ যাঁদের নিয়ে ট্রেলারে রণকৌশল ঠিক করতে দেখা গিয়েছে সেলুলয়েডের হাবিলদার ইশার সিংকে৷

Advertisement

[প্রিয়াঙ্কা গর্ভবতী? মেয়ের ‘বেবি বাম্প’ নিয়ে মুখ খুললেন মা মধু]

ছবিটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস, ইশা আম্বানি ও টুইঙ্কল খান্না। আগামী ২১ মার্চ মুক্তি পাবে ছবিটি। ২.০ ছবিতে ছক ভেঙে পক্ষীরাজনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে৷ ‘কেশরী’ ছবিতেও এক্কেবারে ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে৷ সেলুলয়েডের হাবিলদার ইশার সিংকে দেখার জন্য অপেক্ষায় উৎসুকরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ