সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার দেবভক্তদের কুৎসিত আক্রমণের জেরে সম্প্রতি পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া সেন (Shiboprosad Mukherjee, Zinia Sen)। তাঁর অনুরাগীরা যখন ইন্ডাস্ট্রির সহকর্মীদের লাগাতার কটাক্ষ, আক্রমণে ভরিয়ে দিচ্ছিল, তখন দেব কেন চুপ? প্রশ্ন তুলেছিলেন অনেক। এবার রবিবাসরীয় বিকেলে একাধিক সিঙ্গল স্ক্রিনে জনজোয়ার দেখে ফেরার পথে শেষমেশ ‘দেবিয়ানদের’ ট্রোল, কটাক্ষ নিয়ে মুখ খুললেন দেব (Dev)। সাফ জানালেন, “শুনছি, আমার অনুরাগীরা নাকি কটাক্ষ করছেন। প্রথমেই বলি, দেব এই বিষয়টিকে একেবারেই সমর্থন করে না। কাউকে কটাক্ষ করার ঘোর বিরোধী আমি।”
‘খাদান’ (Khadaan) সুপারস্টারের কথায়, “দেব কোনওদিনই কাউকে নিচু করে নিজেকে বড় করার চেষ্টা করেনি। কলাকুশলী থেকে আমার কাছের মানুষেরা সকলেই এটা জানেন। দেব আজ পর্যন্ত যা যা করেছে, সবটাই নিজের জোরে। কোনওদিন কাউকে ব্যবহার করেনি। সারাদিন উদয়াস্ত এত খাটছি, সাধারণ মানুষের কাছে যাতে আরও বেশি করে পৌঁছতে পারি। আরও বেশি সংখ্যক মানুষ যাতে হলে এসে সিনেমাটা দেখে। এর বাইরে আর কিছু চাই না আমি। সত্যি বলছি।” এরপরই ভক্তদের ট্রোলের বাড়বাড়ন্ত নিয়ে মুখ খোলেন অভিনেতা। দেবের মন্তব্য, “আপনারা যদি আমায় জিজ্ঞাসা করেন, কটাক্ষ নিয়ে কিছু বলার আছে কি না, তাহলে বলব, আমি নিজে ছোটবেলা থেকে কটাক্ষের শিকার। একটা সময়ে আমারও শুনে খুব খারাপ লাগত। এখন দেখছি, সোশাল মিডিয়ার, এআইয়ের যুগে এটাই রীতি। আগে যদিও বা মাথা ঘামাতাম এখন এড়িয়ে যাই। ব্লক করি না। ট্রোলের জবাব কাজ দিয়ে দিই। আমাকে যারা ট্রোল করত, তারাই আমার ছবি দেখে এখন।”
অভিনেতার সংযোজন, “বুঝে গিয়েছি, খ্যাতনামীদের সারাক্ষণ কটাক্ষের শিকার হতে হয়। কটাক্ষের পিছনে অকারণ সময় খরচ করলে বা বেশি মনোযোগ দিলে কোনওদিনই কাজ করতে পারব না। যাঁরা দেবের ছবি দেখেন, দেবের ভক্ত বলে পরিচিত, তাঁদের কাছে তাই অনুরোধ, দয়া করে কাউকে কটাক্ষ করবেন না। ‘খাদান’ খুবই ভালো চলছে। কেউ বলবেন না, দশটা বিনোদিনী বা দশটা খাদান চাই। কী করে পঞ্চাশ কোটির ব্যবসা করবে ছবি, সেটাআ আমার একমাত্র লক্ষ্য, তার জন্য সারা বাংলা ঘুরছি।”
এদিন ফেসবুক লাইভে এসেই অনুরাগীদের কটাক্ষ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন দেব। পাশাপাশি ট্রোলকে পাত্তা না দেওয়ার এই পরামর্শ কি দেব শিবপ্রসাদ-জিনিয়ার উদ্দেশেই দিলেন? অভিনেতা অবশ্য কারও নামোল্লেখ করেননি।
প্রসঙ্গত, টলিউডের বক্স অফিসে বর্তমানে ‘খাদান’-(Khadaan) এর দাবানল। কমার্শিয়াল সিনেমার হৃতগৌরব পুনরুদ্ধার করে বাংলার বুকজুড়ে বিজয়রথ ছুটিয়েছেন দেব (Dev)। সাড়ে ৩ হাজার কিলোমিটার প্রচার সফরে যে তিনি প্রান্তিক মানুষদেরও মন হৃদস্পন্দন স্পর্শ করেছেন, বক্স অফিসের গগনচুম্বী রেজাল্টই তার প্রমাণ। আর তাই তো রিলিজের ৪ সপ্তাহ পরেও হল ভরিয়ে দিচ্ছেন দর্শক-অনুরাগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.