সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী কাণ্ড, কী কাণ্ড! শেষমেশ শাহরুখকে টার্গেট বলিউডের স্বঘোষিত ফিল্ম সমালোচক ও অভিনেতা কমল আর খানের। আর শুধুই কী টার্গেট। বলিউড বাদশার কেরিয়ার ধ্বংস করার হুমকি দিলেন কমল।
তা ঠিক কী ঘটিয়েছেন বলিউডের এই বিতর্কিত ব্যক্তি?
সুযোগ পেলেই বলিউডের সেলেবদের একহাত নেন কমল আর খান (Kamal R Khan)। রণবীর কাপুর থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন কাউকেই ছাড়েন না। কয়েক মাস আগে পাঠান ছবি মুক্তির সময়ও শাহরুখ-দীপিকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এমনকী, বক্স অফিসে পাঠানের দারুণ সাফল্য নিয়েও কটূক্তি করেছিলেন কমল আর খান। আর এবার কমলের নজর শাহরুখের নতুন ছবি জওয়ানের দিকে।
मैं #DrKRK आज शपथ लेता हूँ, कि मैं film “जवान” को super flop कराकर ही दम लूंगा! और अगर मैं इस film को flop कराने में नाकामयाब रहा, तो मैं हमेशा के लिए london में बस जाऊँगा! All the very best to @iamsrk!
— KRK (@kamaalrkhan) May 28, 2023
[আরও পড়ুন: ‘এতটাও নিচে নামবেন না’! কুস্তিগিরদের বিকৃত ছবি নিয়ে IT সেলের ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ উরফি]
সম্প্রতি কমল একটি টুইট করেছেন। যেখানে কমল লিখলেন, ”আমি শপথ নিচ্ছি যে, জওয়ান ফ্লপ না হওয়া পর্যন্ত আমি শ্বাস নেব না। যদি আমি এই ছবিতে ব্যর্থতা নিশ্চিত না করতে পারি, তা হলে আমি পাকাপাকি ভাবে লন্ডনে চলে যাব।”
তবে শাহরুখের নামে এরকমটা কেন বললেন কমল আর খান, তা কিন্তু স্পষ্ট নয়। এসআরকের সঙ্গে তাঁর কী শত্রুতা, তাও স্পষ্ট করেননি কমল।