Advertisement
Advertisement
Lagnajita Chakraborty

লগ্নজিতার গানে মৃতা চিকিৎসক ও তাঁর প্রেমিকের জীবন জুড়ে! গায়িকার চোখেও জল

গায়িকা ভাবতেই পারেননি তাঁর গাওয়া গান কোনও মানুষের জীবনে এভাবে প্রভাব ফেলতে পারে।

Lagnajita Chakraborty on R G Kar incident
Published by: Suparna Majumder
  • Posted:August 13, 2024 8:26 pm
  • Updated:August 13, 2024 8:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান তাঁর পেশা। নানা সুরে শ্রোতাদের মন জয় করেছেন। কিন্তু লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty) কখনও ভাবতেই পারেননি তাঁর গাওয়া গান কোনও মানুষের জীবনে এভাবে প্রভাব ফেলতে পারে। ‘আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতাল…’, আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের বড় প্রিয় ছিল এই গান। সেই কারণেই গানটি নিজের ফোনের কলার টিউন হিসেবে রাখেন তাঁর প্রেমিক। নিয়তির পরিহাস। কীভাবে জীবনের সঙ্গে মিলে গেল ‘বেহায়া’ সুর! লগ্নজিতার চোখেও আজ জল। সিক্ত তাঁর দুই গাল।

Lagnajita

Advertisement

বাবার হোয়াটসঅ্যাপ মেসেজেই বিষয়টি জানতে পারেন লগ্নজিতা। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। গায়িকা জানান, অনেকেই তাঁর গানের প্রশংসা করেন। সেসব নিয়ে তিনি খুব একটা মাথা ঘামান না। কিন্তু তাঁর গান কারও জীবনকে যে এভাবে ছুঁয়ে যাবে, তা লগ্নজিতার ভাবনারও অতীত ছিল। এই ঘটনা গায়িকাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। মৃতার কথা ভেবে অসহায় বোধ করছেন গায়িকা। যদি একবার সামনে বসে তাঁকে গানটি শোনাতে পারতেন, এই কথা বলতে বলতেই কেঁদে ফেলেন তিনি।

[আরও পড়ুন: ‘কলকাতাবাসী হিসেবে লজ্জিত…’, RG Kar কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন অপর্ণার]

লগ্নজিতা জানান, নিজের অনুষ্ঠানে যখন তিনি এই গান শ্রোতাদের শোনান, তার নেপথ্যের গল্পও বলেন। জানান, গানটা কে লিখেছেন, কীভাবে তার সুর সাজানো হয়েছে। আগামী এক বছর যখনই স্টেজে ‘একান্নবর্তী’ সিনেমার গানটি গাইবেন আর জি করের নিহত চিকিৎসকের কথাও বলবেন। তা সে দেশের অনুষ্ঠান হোক বা বিদেশের। +নিহত চিকিৎসককে নিয়ে কি নতুন কোনও গান তৈরি করবেন? সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে লগ্নজিতা জানান, তা তিনি তৈরি করতেই পারেন। এর জন্য ব্যান্ডের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবারই ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে এদিন ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’ করা হয়। তাতে যোগ দিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন অপর্ণা সেন (Aparna Sen)। ‘কলকাতাবাসী হিসেবে আমি লজ্জিত’, বললেন অভিনেত্রী-পরিচালক। ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এই ঘটনার প্রতিবাদ জানিয়েই দেবের ‘খাদান’ ছবির টিজার রিলিজের তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: RG Kar কাণ্ডের প্রতিবাদ, পিছিয়ে দেওয়া হল দেবের ‘খাদান’ ছবির টিজার রিলিজ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement