Advertisement
Advertisement
Madhuri Dixit

আম্বানিদের বিয়েতে মাধুরীর ‘চোলিকে পিছে’, হাঁ হয়ে দেখল সারা-অনন্যারা

শুক্রবার অনন্ত-রাধিকার বিয়েতে বলিউডের ফুল অ্যাটেন্ডেন্স।

Madhuri Dixit recreates 'Choli Ke Peeche' at Anant, Radhika's wedding
Published by: Akash Misra
  • Posted:July 13, 2024 10:55 am
  • Updated:July 13, 2024 10:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাচে মাধুরীকে টেক্কা দেবে কে? সিনেমার পর্দায় হোক কিংবা আম্বানিদের বিয়েবাড়ি। মাধুরী মানেই ফিল্মি ঝটকা। আর তা দেখে একেবারে কাত বলিউডের স্টারকিড সারা, অনন্যারা!

১২ জুলাই, শুক্রবার অনন্ত-রাধিকার বিয়েতে বলিউডের ফুল অ্যাটেন্ডেন্স। আর সেখানেই বলিউডি গানে নেচে উঠলেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, প্রিয়াঙ্কা চোপড়া, বরুণ ধাওয়ানের মতো তারকারা। তবে সবই গুণে গুণে দশগোল দিলেন মাধুরী দীক্ষিত। খলনায়ক ছবির বিখ্যাত গান চোলিকে পিছে ক্য়ায়া হে-তে নেচে রীতিমতো তাক লাগালেন বলিউড ডিভা। পাশে ছিলেন মাধুরীর স্বামী ডাক্তাক শ্রীরাম নেনে। মাধুরীর এমন নাচ দেখে একেবারে হাঁ হয়ে গিয়েছিলেন অনন্যা, সারা, জাহ্নবীরা।

Advertisement

গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের ‘শেহেরাবন্দি’ অনুষ্ঠান পালন করলেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

[আরও পড়ুন: ইউরোপে ভয়াবহ ডাকাতির খপ্পরে দিব্যাঙ্কা, টাকা-পাসপোর্ট সর্বস্ব খুইয়ে বিদেশে আটকে অভিনেত্রী]

বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।

[আরও পড়ুন: ব্লকবাস্টার পারফরম্যান্স দিয়েও ‘কল্কি’ সিক্যুয়েল থেকে ছাঁটাই দীপিকা! মনখারাপ করা খবর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ