Advertisement
Advertisement
Mainul Ahsan Nobel

আদালতের নির্দেশে কারাগারেই বিয়ে সারলেন নোবেল! পাত্রী কে?

কারাগারেই বসে বিয়ের আসর।

Mainul Ahsan Nobel got married with the girl in his latest controversy case

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:June 20, 2025 4:39 pm
  • Updated:June 20, 2025 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ মে অপহরণ ও ধর্ষণ মামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মইনুল আহসান নোবেল। এক তরুণী নোবেলের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন। এরপর থেকে কারাগারেই দিন কাটছিল অভিযুক্ত নোবেলের। অভিযোগের পরিপ্রেক্ষিতে নোবেল জানিয়েছিলেন তিনি ওই মহিলাকে অপহরণ করেননি বরং অভিযোগকারিণী তাঁর স্ত্রী। যদিও বিয়ের কোনও নথি দেখাতে পারেননি সেই মুহূর্তে নোবেল। 

Advertisement

এরপরই আদালত নির্দেশ দেয় নোবেলকে অভিযোগকারিণীকে বিয়ে করার জন্য। আদালতের নির্দেশে কারাগারেই নোবেলের বিয়ের তোড়জোড় শুরু হয়। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে সেই খবর। এদিনই আদালতের নির্দেশে অভিযোগকারিণীর সঙ্গে বিয়ে সারেন নোবেল। কারাগারেই বসে সেই বিয়ের আসর। এদিন নোবেল ও ওই তরুণীর আইনি বিয়ে অনুষ্ঠিত হয়। এই বিয়েতে সাক্ষী হিসাবে দু’জনের পরিবারের তরফে উপস্থিত ছিলেন মোট চার সদস্য। 

বিগত বেশকিছু বছর ধরে নোবেলের বিরুদ্ধে বহুবার গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছে। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিলেন নেশামুক্তি কেন্দ্র থেকে। কিন্তু তার কিছুদিনের মধ্যেই ফের এই মামলায় গ্রেপ্তার হন নোবেল। অভিযোগ, গত নভেম্বর মাস থেকে নাকি নিজের বড়িতে অভিযোগকারিণীকে নিজের বাড়িতে বন্দি করে রেখে তাঁর উপর ধর্ষণ চালায় নোবেল। এখানেই শেষ নয়, সেসব ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিয়েছিলেন নোবেল এমনই অভিযোগ ওঠে তরুণীর তরফে। রিয়ালিটি শোয়ের দৌলতে দুই বাংলাতেই নোবেল পরিচিত নাম। অতীতে রবীন্দ্রনাথ নিয়ে আলটপকা মন্তব্য করে এর আগে চর্চায় এসেছিলেন তিনি। তবে এবার এই ঘটনা যেন আরও সমস্ত চর্চা উসকে দিয়ে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement