Advertisement
Advertisement

Breaking News

Actor Siddique

অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার দক্ষিণী অভিনেতা সিদ্দিকি

শুক্রবারই পুলিশ গ্রেপ্তার করেছে অভিনেতাকে।

Malayalam Actor Siddique Arrested In Sexual Assault Case
Published by: Akash Misra
  • Posted:December 6, 2024 4:58 pm
  • Updated:December 6, 2024 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেন মালায়লম ছবির জনপ্রিয় অভিনেতা সিদ্দিকি। শুক্রবারই পুলিশ গ্রেপ্তার করেছে অভিনেতাকে। শুক্রবারই আদালতে পেশা করার কথা। কর্মক্ষেত্রে যৌন হেনস্তার মতো ঘটনা আটকাতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেমা কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের মধ্য়ে দিয়েই উঠে এসেছিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বহু মানুষের নাম। সেই কমিশনের রিপোর্টেও উল্লেখ ছিল সিদ্দিকির।

গত আগস্ট মাসে সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগকারীর দাবি, ২০১৬ সালে তাঁকে হেনস্থা করেছিলেন সিদ্দিকি। এরপর ‘অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস্’-এর সাধারণ সভাপতি পদ থেকে ইস্তফা দেন তিনি।

Advertisement

তবে কেরল পুলিশের কাছে চিঠি লিখে এই যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছিলেন সিদ্দিকি। সেই চিঠিতে সিদ্দিকি লিখেছিলেন, “‘সুখমৈরিকাট্টে ছবি মুক্তির আগে প্রদর্শনের সময় একদিনই অভিযোগকারী অভিনেত্রীকে দেখেছিলাম আমি। সময়টা ২০১৬ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি। নিজের বাবা-মায়ের সামনেই সে দিন তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। শারীরিক যৌন হেনস্থা বা মৌখিক ভাবে যৌন হেনস্থার কোনও ঘটনাই ঘটেনি।”

প্রসঙ্গত, হেমা কমিটির ২৩৫ পাতার রিপোর্টে পরিষ্কার দাবি করা হয়েছে মালয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেন ১০ থেকে ১৫ জন পুরুষ প্রযোজক, পরিচালক ও অভিনেতা। ২০১৭ সালে এই কমিটি গঠিত হয়। ২০১৯ সালে জমা পড়ে রিপোর্ট। কিন্তু আইনি বাধা থাকায় এতদিন তা প্রকাশ্যে আনা সম্ভব হয়নি। এবার রিপোর্ট প্রকাশিত হতেই শোরগোল পড়ে গিয়েছে। যৌন হেনস্তার পাশাপাশি পারিশ্রমিকে বৈষম্য কিংবা মাদক-অ্যালকোহলের অপরিমিত অপব্যবহারের মতো নানা প্রসঙ্গ উত্থাপিত হয়েছে সেখানে। বলা হয়েছে, কোনও অভিনেত্রী ছবিতে কাজ শুরুর আগেই যৌন নির্যাতনের শিকার হন। যার মধ্যে ‘কাস্টিং কাউচ’ অবশ্যই রয়েছে। এই অভিযোগের সাপেক্ষে ভিডিও, অডিও ক্লিপ এমনকী হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও কমিটির হাতে রয়েছে বলে দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement