সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদিত নারায়ণের চুমু বিতর্ক নিয়ে তোলপাড় প্রায় সর্বত্র। চায়ের দোকান থেকে কর্পোরেট অফিস – প্রায় সব জায়গায় গায়কের চুম্বন নিয়ে চলছে জোর আলোচনা। তারই মাঝে এবার এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন মমতা শংকর। স্বাভাবিকভাবেই বেশ বিরক্ত তিনি।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, উদিত নারায়ণ মঞ্চে। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অনুষ্ঠানের মাঝে ভক্তদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও দেখে নেটদুনিয়া এখন দুষছে শিল্পীকে। তবে তরুণীকে ঠোঁটঠাসা চুমু কাণ্ডে উদিত নারায়ণকে বাহবা দিয়েছেন ‘রসিক’ অভিজিৎ। উদিতকে তিনি ‘খেলোয়াড়’ তকমাও দেন।
Udit Narayan has done something very wrong. I had a lot of respect for him, but forcibly kissing a girl is a crime. A harassment case should be filed against him.#UditNarayan #Molested #Bollywood pic.twitter.com/OzcdFpDeDo
— Aaisha 🦋🍂 (@AaishaKhan07) February 2, 2025
এই ইস্যুতে এক সংবাদমাধ্যমকে মমতা শংকর জানান, “এসব কী হচ্ছে? একসঙ্গে সকলের মাথাখারাপ হয়ে গেল নাকি? হাসব নাকি কাঁদব, বুঝতে পারছি না। বেডরুম আর রাস্তাঘাট একাকার হয়ে গেল।” তিনি আরও বলেন, “কোথাও একটা সংযম থাকা প্রয়োজন। সীমারেখা দরকার। সে সব মুছে গেলে এরকমই হয়।” বলে রাখা ভালো, এর আগে শাড়ির আঁচল নিয়ে মন্তব্য করে সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিলেন মমতা শংকর। এমনকী, নতুন প্রজন্মের নারীদের শাড়ি পরার কায়দার সঙ্গে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মহিলাদের মতো বলে কটাক্ষ করেছিলেন। মমতা শংকরের সেই মন্তব্যের তীব্র বিরোধিতাও করেন অনেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.