সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতেই জানান দিয়েছিলেন যে, শনিবার সকালে অনুরাগীদের জন্য অপেক্ষা করছে মহাচমক! কথা রাখলেন মিমি চক্রবর্তী। প্রকাশ্যে এল অভিনেত্রীর ‘রক্তবীজ ২’ লুক। পরনে খাকি উর্দি। দৃঢ় চাহনি। হাতে আগ্নেয়াস্ত্র। দাপুটে পুলিশ অফিসার সংযুক্তা মিত্রর ছোট্ট ঝলক দেখালেন বন্দুকবাজ মিমি চক্রবর্তী।
মিমি চক্রবর্তীর সঙ্গে উইন্ডোজ প্রযোজনা সংস্থার নয় বছরের ব্লকবাস্টার বন্ধুত্ব। ২০১৭ সালে ‘পোস্ত’ সিনেমার হাত ধরে সূত্রপাত। প্রথমবার নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে এক মনস্তাত্ত্বিক সিনেমা উপহার দিলেন। সেই সিনেমারই হিন্দি রিমেক শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রীর সুবাদে বলিউডে পা রাখেন অভিনেত্রী। তারপর তেইশ সালে ‘রক্তবীজ’ ছবিতে সংযুক্তা মিত্রর চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। এবার সেই সিনেমার সিক্যুয়েলেও পুলিশ আধিকারিকের ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী। আবার উইন্ডোজ প্রযোজিত পরবর্তী ছবি ভূতুড়ে সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল-এও মুখ্য চরিত্রে তিনি। অতঃপর মিমি চক্রবর্তীকে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘ঘরের মেয়ে’ বলেলও অত্যুক্তি হয় না। সদ্য সেই ছবির শুটিং সেড়ে এসেছেন উত্তরবঙ্গে। আর শনিবার রিলিজ করল মিমির ‘রক্তবীজ ২’ ছবির লুক। যেখানে আবারও দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিলেন মিমি চক্রবর্তী।
টিজার পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়েছে, ‘অসুর দলে দামামা বাজে, আসছে দেবী যুদ্ধ সাজে।’ পুজোর মরশুমে পুলিশের ভূমিকায় পর্দায় ‘অসুর দলন’ করতে দেখা যাবে সংযুক্তা মিত্র ওরফে মিমিকে। রথের দিন আবির চট্টোপাধ্যায়ের চরিত্র পঙ্কজ সিংহের লুক প্রকাশ্যে এনে সাড়া ফেলেছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। সপ্তাহ ঘুরতেই উলটো রথে সংযুক্তা মিত্রর দাপুটে ঝলক দেখালেন।
View this post on Instagram
তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবারও পঁচিশের পুজোর পর্দায় কাঁপানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন নন্দিতা রায়(Nandita Roy) এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাবে ছবিটির সিক্যুয়েল। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুলপ্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার ‘হিট মেশিন’ পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে। প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.