সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ার যুগে প্রযুক্তির অপব্যবহার নিয়ে চিন্তার শেষ নেই। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে। কখনও ডিপফেক ভিডিওর ফাঁদ, আবার কখনও ছবি নিয়ে কারসাজির অভিযোগ। এবার এই বিষয় নিয়ে সোচ্চার হলেন ম্রুণাল ঠাকুর। সোশাল মিডিয়াতেই এক যুবককে একহাত নিলেন তিনি।
কী কাণ্ড ঘটিয়েছিলেন ওই যুবক? নেটদুনিয়া মারফত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, যুবক ফটোশপ করে নিজের সঙ্গে ম্রুণালের ছবি জুড়ে দেন। যেন অন্তরঙ্গভাবে দুজনে দীপাবলি উদযাপন করছেন। এই ছবি দেখেই চটে যান ম্রুণাল। পোস্টের কমেন্টবক্সে অভিনেত্রী লেখেন, ‘ভাই নিজেকে কেন এভাবে সান্ত্বনা দিচ্ছ? আপনার মনে হচ্ছে যেটা করছেন সেটা দারুণ ব্যাপার তাইনা? তা কিন্তু একেবারেই না।’
প্রসঙ্গত, এর আগে রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিও নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অভিনেত্রীর নিজে এই বিষয়টি নিয়ে তুমুল বিরক্তি প্রকাশ করেছিলেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গত বছর জি-২০ ভারচুয়াল সামিটে তিনি বলেছিলেন, “সাধারণ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই এআই প্রযুক্তিকে উন্নত করা উচিত। এই প্রযুক্তি সকলের কাছে পৌঁছানো উচিত। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই প্রযুক্তি যেন সমাজের জন্য নিরাপদ হয়। বর্তমান দিনে ডিপফেক একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।” বিষয়টি নিয়ে ম্রুণালও যে ‘জিরো টলারেন্স’ নীতিতে হাঁটবেন তা তিনি ভালোভাবেই বুঝিয়ে দিলেন।
প্রসঙ্গত, ছোটপর্দা দিয়েই নিজের অভিনয় সফর শুরু করেছিলেন ম্রুণাল। বর্তমানে বলিউড থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অবাধ বিচরণ। চলতি বছরে অভিনেত্রীকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দেখা যায় তেলুগু সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’-এ। প্রভাসের ‘Kalki 2898 AD’ ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে। আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘পূজা মেরি জান’, ‘সন অফ সর্দার ২’ ছবিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.