১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

টাকা নিয়েও শো করেননি নচিকেতা! বিতর্ক ছড়াতেই সত্যিটা সামনে আনলেন গায়ক

Published by: Akash Misra |    Posted: May 29, 2023 2:43 pm|    Updated: May 29, 2023 2:46 pm

Nachiketa Chakraborty on Show Canceled| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা নিয়ে গাইতে আসেননি নচিকেতা চক্রবর্তী! জনপ্রিয় গায়কের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। আর তা নিয়ে তুমুল হইচই বরানগর এলাকায়। 

রবিবার বরানগর পৌরসভার অন্তর্গত রবীন্দ্র ভবনে সামনে তুমুল বিক্ষোভ। টিকিট বিক্রি হওয়ার পরেও এমনটা কেন হল তা নিয়ে বিস্তর জলঘোলা। সবশেষে বাতিল করা হল নচিকেতার এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজক সংস্থার কর্মী ঐরিকা ভৌমিক সংবাদমাধ্যমকে জানালেন, ‘আমাদের অনুষ্ঠানের মূল উদ্যোক্তার শরীর খারাপ। আমরা রিফান্ড দেওয়ার কথা বলেছি।’

তবে হঠাৎ কেন নচিকেতা এলেন না?

বরানগরের এই অনুষ্ঠান বাতিল হতেই রটে গিয়েছিল, টাকা নেওয়ার পরেও নচিকেতা এলেন না। প্রাথমিকভাবে গায়কের উপরই সব রাগ গিয়ে পড়েছিল অনুরাগীদের। তবে গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও গভীর হওয়ার আগেই সোশ্য়াল মিডিয়ায় মুখ খুললেন নচিকেতা। ফেসবুকে তিনি লিখলেন, ”বিষয়: বরাহনগর রবীন্দ্র ভবনের অনুষ্ঠান সাধারণত: কোন অনুষ্ঠানের পারিশ্রমিক অনুষ্ঠানের নির্ধারিত দিনের অন্তত ৪৮ ঘন্টা আগে মিটিয়ে দেওয়ার কথা থাকে। আজকের অনুষ্ঠানের ক্ষেত্রে সেই কাজ করা হয়নি। এমনকি নচিকেতা স্বয়ং আজ সন্ধ্যা ৬টা অবধি অপেক্ষা করা সত্ত্বেও আয়োজকদের তরফ থেকে তাঁর সঙ্গে কোনরকম যোগাযোগ করা হয়নি।
[পুনশ্চ: এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে কোনভাবেই নচিকেতা স্বয়ং এবং ‘আগুনপাখি (নচিকেতা ফ্রেন্ডস্ ফোরাম)’ যুক্ত নয়।] তাই কোনভাবে বিভ্রান্ত হবেন না।”

[আরও পড়ুন: নগ্ন শরীরে সোফায় শুয়ে প্রেমিক অর্জুন! ব্যক্তিগত ছবি ফাঁস মালাইকার, তোলপাড় নেটদুনিয়া]

নচিকেতার এই পোস্টের পর প্রশ্ন উঠছে, নচিকেতার মতো এমন জনপ্রিয় গায়ককে কেন পারিশ্রমিক দেওয়া হল না? কেনই বা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল? তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ অনুষ্ঠানের আয়োজকরা।

[আরও পড়ুন: ধর্মের টানে ছাড়েন বলিউড, বোরখা পরা নিয়ে তীক্ষ্ণ মন্তব্য জায়রা ওয়াসিমের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে