Advertisement
Advertisement
Khushi Kapoor

বেদাঙ্গের প্রেমে হাবুডুবু খুশি কাপুর, সম্পর্কে সিলমোহর শ্রীদেবীকন্যার!

'দ্য আর্চি' ছবির শুটিংয়ের সময় থেকেই বেদাঙ্গ ও খুশির প্রেমের শুরু।

Name engraved in khusi kapoors Bracelet
Published by: Akash Misra
  • Posted:November 11, 2024 7:38 pm
  • Updated:November 11, 2024 9:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা রটে তার কিছু তো বটে! হ্য়াঁ, এই পুরনো প্রবাদই যেন সত্য়ি হল খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার প্রেম গুঞ্জনের ক্ষেত্রে। এতদিন বলিপাড়ায় তাঁদের প্রেম নিয়ে যে রটনা রটেছিল, তা প্রকাশ্যে এল। বলা ভালো, লজ্জা ত্য়াগ করে সেই প্রেমের সিলমোহর দিলেন খুশি কাপুর নিজেই।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি লাল বিকিনি পরে ছবি পোস্ট করেছেন। সেই ছবিতেই খুশি কাপুরের হাতে দেখা গিয়েছে একটি ব্রেসলেট। যে ব্রেসলেটে খোদাই করা রয়েছে বেদাঙ্গের নাম! আর সেই ছবি দেখেই নেটপাড়ায় রটে গিয়েছে, বেদাঙ্গের প্রতি প্রেমকে স্বীকার করে নিয়েছেন খুশি।

Advertisement

শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের ঝুলিতে মোটে একমাত্র ‘দ্য আর্চি’। তবে সিনেমার কেরিয়ার ঢিলে হলেও, বলিউড পার্টিতে খুশির আসা-যাওয়া লেগেই রয়েছে। দুএকটা বিজ্ঞাপনে কাজ করে আর সোশাল মিডিয়ায় ঝড় তুলে খুশি এখন সুপারহিট! তবে এরই মাঝে খুশি ও বেদাঙ্গ রায়নাকে নিয়ে প্রেমগুঞ্জন বলিপাড়ায়। ফেসবুক, এক্স হ্যান্ডেলে মাঝে মধ্যেই ভাইরাল হয় বেদাঙ্গ ও খুশির ভিডিও। তবে দুজনেই কিন্তু এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

জোয়া আখতারের পরিচালনায় বলিউডে ডেবিউ হয়েছে খুশি কাপুরের। জনপ্রিয় ‘আর্চি’ কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘দ্য আর্চিজ’। ছবিতে খুশির পাশাপাশি ডেবিউ করেছেন শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার ছেলে অগস্ত্য নন্দা। এছাড়াও ছিলেন বেদাঙ্গ রায়না। শোনা যায়, এই ছবির শুটিংয়ের সময় থেকেই বেদাঙ্গ ও খুশির প্রেমের শুরু। এমনকী, শুটিংয়ের ফাঁকে নাকি মুম্বইয়ের নানা জায়গায় দেখা যেত খুশি ও বেদাঙ্গকে। খুশির হাতে আপাতত তেমন কোনও ছবি নেই। তবে বেদাঙ্গ কিন্তু করণ জোহরের হাত ধরে আলিয়া বিপরীতে ‘জিগরা’ ছবিতে অভিনয় করেছেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement