ছবি: ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছ’বছর আগে কপিল শর্মা শো’য়ের দর্শকাসন আলো করে বসতেন নভজ্যোৎ সিং সিধু। তাঁর ‘ঠকো’ আর দমফাটা হাসিতে গমগম করত শো। এরপর বিতর্ক ‘এড়াতে’ পটপরিবর্তন ঘটে। সে আসন গ্রহণ করেন অর্চনা পূরণ সিং। তবে দ্বিতীয় সিজনেই কপিল ইঙ্গিত দিয়েছিলেন যে সিধুকে ফেরাতে চান তিনি। আর সিজন থ্রি-র ঝলকেই পরিষ্কার হল সেই ইঙ্গিত। ৬ বছর পর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ কামব্যাক সিধু পাজির। অর্চনার সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন তিনি। আর সেই সিধুই শো’য়ের একটি পর্বে স্বাগত জানাতে চলেছেন সুপারস্টার সলমন খানকে।
দর্শকের জন্য এই শোয়ের সবথেকে বড় চমক বিশেষ অতিথি হিসাবে বলিউডের ভাইজান সলমনের উপস্থিতি। নেটফ্লিক্সের দুই সিজন পেরিয়ে অবশেষে নিজের পুরনো ঘরে পা রাখতে চলেছেন সল্লু মিঞা। তাঁকে স্বাগত জানাবেন স্বয়ং সিধু। ইতিমধ্যেই সেই পর্বের শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত সোশাল মিডিয়া পেজে ভাগ করে নিয়েছেন সিধু নিজেই। একইসঙ্গে তাঁর ঘরওয়াপসির খবরে তুমুল উচ্ছ্বসিত সিধুর অনুরাগীরা। উল্লেখ্য, এর আগে একটা সময়ে কপিল শর্মার শো হত সলমনের প্রযোজনা সংস্থার ব্যানারে। তাই এই বিশেষ পর্বের গুরুত্ব একটু বেশি।
কিন্তু শুধুই নাচে-গানে কি এই শো জমে উঠেছে? না, সোশাল মিডিয়ায় সিধু জানান, সেকেন্ড সিজনের পর এই সিজনেও আরও একবার সুনীল গ্রোভার আর ক্রুশ্না অভিষেক সলমন ও শাহরুখের ‘করণ’ আর ‘অর্জুন’-এর চরিত্রে মিমিক্রি করেছেন। আগের মতোই তাঁরা প্রশংসাও পেয়েছেন। এবারের এই শোয়ের প্রথম এপিসোডে থাকবেন অনুরাগ বসুর ছবি ‘মেট্রো ইন দিনো’র টিমের তরফে কঙ্কনা সেনশর্মা, নীনা গুপ্তা, সারা আলি খান, পঙ্কজ ত্রিপাঠি, আদিত্য রায় কাপুর, ফাতিমা সানা শেখ প্রমুখ। আগামী ২১ জুন থেকে নেটফ্লিক্সে রাত আটটায় শুরু হবে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা’ শোয়ের স্ট্রিমিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.