সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ইউটিবার রণবীর এলাহাবাদিয়াকে ফের সমন পাঠাল জাতীয় মহিলা কমিশন। এর আগেও রণবীর-সহ একাধিক ব্যক্তিকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে নোটিস পাঠানো হয়েছিল। তাতে হাজিরা না দেওয়ায় ফের তলব করা হল তাঁদের। যদিও এমন পদক্ষেপে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, কুরুচিকর মন্তব্য নিয়ে মাথা না ঘামিয়ে মহিলা কমিশনের উচিত নারী-শিশুদের সুরক্ষার জন্য আরও সচেষ্ট হওয়া।
ক্রমেই অস্বস্তি বেড়ে চলেছে রণবীর এলাহাবাদিয়ার। নতুন করে এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এবার জয়পুরে। রাজপুতানা সিং নামের এক ব্যক্তি মা-বাবার যৌনতা নিয়ে ওই ইউটিউবারের অশ্লীল রসিকতার অভিযোগ তুলেছেন। তবে কেবল রণবীরই নয়, এফআইআর দায়ের হয়েছে সময় রায়না, আশিস চঞ্চলানি, অপূর্ব মাখিজা ও অন্যদের বিরুদ্ধেও। ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য-সম্প্রচার আইনের মামলা দায়ের হয়েছে সকলের বিরুদ্ধে।
সোমবারই রণবীরকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্রের পুলিশ। আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁর বয়ান রেকর্ড করা হবে। তার মধ্যেই নতুন করে রণবীরকে সমন পাঠানো হয় জাতীয় মহিলা কমিশনের তরফে। এর আগে নোটিস পাঠিয়ে রণবীরদের জানানো হয়েছিল, সোমবার তাঁদের হাজিরা দিতে হবে। কিন্তু লাগাতার প্রাণনাশের হুমকিতে নিরাপত্তার অভাব অনুভব করছেন বলে হাজিরা পিছিয়ে দেওয়ার আবেদন জানান রণবীর। আরেক অভিযুক্ত সময় রায়না আমেরিকায় রয়েছেন। সকলের অনুরোধ মেনে আগামী মাসে তাঁদের নতুন করে তলব করার সিদ্ধান্ত নিয়েছে মহিলা কমিশন।
তবে কমিশনের এই ভূমিকায় বেশ চটেছেন আমজনতার একাংশ। সোশাল মিডিয়ায় তাঁদের মত, ‘ইউটিউবে এমন বহু লোক রয়েছে যারা অশ্রাব্য মন্তব্য করে। তাহলে বেছে বেছে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ কেন?’ আবার কারোও খোঁচা, ‘মহিলা কমিশন বোধহয় নারীদের বিরুদ্ধে অপরাধ একেবারে নির্মূল করে ফেলেছে, ওদের এখন আর কাজ নেই।’ অনেকের মতে, দেশে প্রচুর সমস্যা রয়েছে। সেগুলো সমাধান না করে কয়েকজন ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর কেন? সবমিলিয়ে, রণবীরদের মন্তব্যের সমালোচনা করেও তাঁদের পাশে দাঁড়াচ্ছেন আমজনতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.