সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিঠে বড় ব্যাগ। মুখ ঢাকা কাপড়ে। অভিনেতা সইফ আলি খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছে আততায়ী। তদন্তে নেমে আততায়ীর দ্বিতীয় ভিডিও প্রকাশ করল পুলিশ।
সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজ অনুযায়ী, রাত ১টা ৩৮ মিনিট ২ সেকেন্ডে দুষ্কৃতী আপৎকালীন সিঁড়ি বেয়ে ১২ তলায় উঠতে দেখা গিয়েছে। দুষ্কৃতীর পরনে ছিল টি-শার্ট এবং জিন্স। তার পিঠে বড় ব্যাগ। ধারাল অস্ত্র দিয়ে আততায়ী অভিনেতার উপর হামলা চালিয়েছে। কিন্তু যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তাতে আততায়ীর হাতে কোনও অস্ত্রশস্ত্র দেখা যায়নি। তাই মনে করা হচ্ছে, পিঠে থাকা ওই ব্যাগে ধারাল অস্ত্র লুকিয়ে বহুতলে ঢুকে পড়ে দুষ্কৃতী।
অভিনেতার ছোট ছেলে জে-র দেখভালের দায়িত্বে থাকা পরিচারিকার দাবি, আপৎকালীন সিঁড়ি দিয়ে ঢুকে জে ও তৈমুরের ঘর লাগোয়া শৌচালয়ের সামনে চলে আসে। ছায়া দেখে সন্দেহ হয় পরিচারিকার। তিনি প্রথমে ভাবেন, করিনা হয়তো সন্তানদের ঘরে আসছেন। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে কাউকে ঘরে ঢুকতে না দেখে সন্দেহ হয়। ঘর থেকে বেরনো মাত্রই দুষ্কৃতীর হামলার শিকার হন। তাঁকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। হুমকি দিয়ে ১ কোটি টাকা দাবি করে আততায়ী। বিপুল পরিমাণ টাকা দিতে অস্বীকার করেন পরিচারিকা। সেই সময় দুপক্ষের উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়। সেই শব্দে ঘুম ভেঙে যায় সইফের। ঘটনাস্থলে পৌঁছনোর পর দুষ্কৃতী হামলার শিকার হন অভিনেতা। ৬ বার ধারাল অস্ত্র দিয়ে অভিনেতাকে আঘাত করে দুষ্কৃতী। বর্তমানে লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ। আপাতত বিপন্মুক্ত অভিনেতা। এই ঘটনায় বান্দ্রা থানার পুলিশের জালে দুষ্কৃতী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.