Advertisement
Advertisement
Sreemoyee Chottoraj

হাসপাতালেই শ্রীময়ীকে চুমু কাঞ্চনের, ইনস্টাগ্রামে ছবি শেয়ার, দেখা গেল নবজাতককে?

একটি সেলফিও শেয়ার করেন শ্রীময়ী।

New mom Sreemoyee Chottoraj shares a selfie from nursing home
Published by: Sayani Sen
  • Posted:November 4, 2024 11:21 am
  • Updated:November 4, 2024 11:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারে এসেছে নতুন অতিথি। দুই থেকে সবেমাত্র তিন হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। আপাতত বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও, সম্পূর্ণ সুস্থ মা ও নবজাতক। জীবনের এই খুশির মুহূর্তে হাসপাতাল থেকেই দুটি ছবি শেয়ার করলেন নতুন মা। অনেকেই উঁকিঝুঁকি দিচ্ছেন যদি একঝলক নবজাতককে দেখা যায়! যদিও সে সুযোগ নেই। কারণ, মেয়ের মুখ দেখাননি শ্রীময়ী।

শ্রীময়ীর ইনস্টাগ্রাম স্টোরিতে নজর রাখলে দেখা যাচ্ছে ছবি। একটিতে দেখা গিয়েছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন শ্রীময়ী। সেলফি তুলছেন শ্রীময়ী বোন। ক্যামেরাক দিকে হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছেন শ্রীময়ী। ছবির উপরে লেখা, “মাসি অন ডিউটি।”

Advertisement

Sreemoyee

পরের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বুমেরাং শেয়ার করেছেন অভিনেত্রী। ওই বুমেরাংয়ে একেবারে রোম্যান্টিক অবতারে ধরা দিয়েছেন শ্রীময়ী-কাঞ্চন। একে-অপরে চুমু ছুঁড়ে দিতে দেখা গিয়েছে নতুন বাবা-মাকে।

Sreemoyee

উল্লেখ্য, কাকপক্ষী টের পায়নি কাঞ্চন মল্লিকের স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক অন্তঃসত্ত্বা। তবে লক্ষ্মীপুজোর দিন সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করতেই, নেটদুনিয়া শ্রীময়ীর সাজগোজ দেখে কিছুটা আন্দাজ করেছিল, এই সুখবরের। তবে শনিবার সকাল পর্যন্ত, সন্তান আসার খবরে সিলমোহর না দিলেও, রাতের বেলা কাঞ্চন নিজেই জানান কন্যা এসেছে তাঁদের কোলজুড়ে। মেয়ের নাম রেখেছেন কৃষভি। আর এবার সোশাল মিডিয়ায় অন্তঃসত্ত্বাকালীন ছবি পোস্ট করে মাতৃত্ব নিয়ে কলম ধরেন শ্রীময়ী।

Sreemoyee Chottoraj

সদ্য মা হওয়া শ্রীময়ী লেখেন, “অনেক দিনের এই যাত্রাপথ। ৯ মাসের। এই যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠানামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভিতর। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরী এল। আর তাঁকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই সার্থক হল।” এর পরই ইনস্টাগ্রাম স্টোরিতে সেলফি, বুমেরাং শেয়ার করেন নতুন মা।

Sreemoyee Chottoraj

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement