Advertisement
Advertisement
Hrithik Roshan

সুজানের পরামর্শেই ঐশ্বর্যকে চুমু হৃতিকের! ভাইরাল ভিডিও

প্রাক্তন স্বামীকে কী পরামর্শ দিয়েছিলেন সুজান?

Old Viral Video of Hrithik Roshan talking about kissing Aishwarya Rai in Dhoom 2
Published by: Suparna Majumder
  • Posted:November 25, 2024 8:23 pm
  • Updated:November 25, 2024 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘ধুম ২’। হৃতিক রোশনের নায়িকা ঐশ্বর্য রাই। ক্যামেরার সামনে দুই তারকার ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য। রটনা, এই এক দৃশ্যের জেরেই বদলে গিয়েছিল দুই ছোটবেলার বন্ধুর সম্পর্ক। হৃতিক আর অভিষেক বচ্চনের মধ্যে হয়েছিল মনোমালিন্য। যে চুম্বন দৃশ্য নিয়ে এতকিছু তার নেপথ্যে নাকি সুজান খানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কীভাবে? পুরোনো এক সাক্ষাৎকারে সেই তথ্য ফাঁস করেছিলেন হৃতিক। তাঁর সেই বক্তব্যের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।

Hrithik-Susan-Aishwarya-1

Advertisement

‘ধুম ২’ সিনেমার শুটিং যখন হয়েছিল, সেই সময় চুটিয়ে প্রেম করছিলেন অভিষেক ও ঐশ্বর্য। প্রাক্তন বিশ্বসুন্দরীর বচ্চন পরিবারের বধূ হওয়া একেবারে পাকা। এমন সময় চুম্বন দৃশ্য নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। শোনা যায়, ঐশ্বর্যকে লিপকিস করায় হৃতিকের উপর বেজায় চটেছিলেন অভিষেক। ছোটবেলার বন্ধু ছিলেন দুজন। কিন্তু তিক্ততা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে নিজের বিয়েতে হৃতিককে নিমন্ত্রণই করেননি জুনিয়র বচ্চন।

এক সাক্ষাৎকারে চুম্বনের প্রসঙ্গ উঠতেই হৃতিক জানান, স্ত্রী (তৎকালীন) সুজান খানের পরামর্শ মেনেই ঐশ্বর্য রাইকে চুমু খেয়েছিলেন তিনি। হৃতিক কথা অনুযায়ী, তিনি যখন সুজানকে জানিয়েছিলেন যে ঐশ্বর্যর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য রয়েছে সুজানের বক্তব্য ছিল, “চুমু খেলে এমনভাবে খাবে যেন সেটা পৃথিবীর সবচেয়ে নিবিড় চুম্বন হয়।” হৃতিক জানান, ক্যামেরার সামনে লিপলক দৃশ্যের শুটিং করার সময় তাঁর মাথায় সুজানের এই কথাগুলোই ছিল।

 

Imagine your wife asking you to make sure you have your best kiss
byu/Select-Bread2173 inBollyBlindsNGossip

কেরিয়ারের শুরুতে, ২০০০ সালে সঞ্জয় খানের মেয়ে সুজানকে বিয়ে করেন হৃতিক। হৃহান ও হৃদান নামে দুই ছেলে রয়েছে তাঁদের। ২০১৪ সালে সুজান-হৃতিকের বিচ্ছেদ হয়। তারপর বহুদিন সঙ্গীহীন ছিলেন বলিউডের ‘গ্রিক গড’। পরে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান। অন্যদিকে সুজান মন দিয়েছেন আরসালান গোনিকে। বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন। এমনকী, হৃতিক, সাবা, সুজান, আরসালানকে একসঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement