সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট প্রাণ এখনও ভূমিষ্ঠ হয়নি। তবে দিব্যি নিজের উপস্থিতি জানান দিচ্ছে। কবে সে আসবে কোলে, চলছে কাউন্টডাউন। তারই মাঝে সন্তানকে ‘সবচেয়ে সৌভাগ্যবান’ বলে দাবি করলেন কিয়ারা। খুদে ভূমিষ্ঠ হওয়ার আগে কেন একথা লিখলেন বলিউড অভিনেত্রী?
পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে কিয়ারা এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করেন। নিজের বাবা, ছোটবেলা এবং সিদ্ধার্থের ছবি পোস্ট করেন। লেখেন, “যে ব্যক্তি আমাকে ধৈর্য, শক্তি এবং অনন্ত ভালোবাা দিয়ে বড় করেছেন, তিনিই আমার প্রথম নায়ক। এবং সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যে আমার ফোন একবার বাজামাত্রই ধরে।” পরের লাইনে অভিনেত্রী লেখেন, “যিনি আমার স্বামীকে একজন সত্যিকারের মানুষের মতো মানুষ করে তুলেছেন।” ইনস্টাগ্রাম পোস্টের শেষাংশেই রয়েছে আসল চমক। কিয়ারা লেখেন, “আমার স্বামী যিনি বাবা হতে চলেছেন, আমি জানি আমাদের সন্তান সবচেয়ে সৌভাগ্যবান।” এরপর বাবা, শ্বশুর এবং স্বামী সিদ্ধার্থকে পিতৃদিবসের শুভেচ্ছা জানান অভিনেত্রী। সঙ্গে হলুদ রঙের তিনটি লাভ ইমোজি জুড়ে দেন। বলে রাখা ভালো, এর আগে মাতৃদিবসে হবু মা কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সিদ্ধার্থ।
View this post on Instagram
অন্তঃসত্ত্বা হলেও কাজ থেকে পিছটান নিতে চান না কিয়ারা। তাই তো হবু মা কানের মঞ্চে ঝড় তুলে এসেছেন। অন্তঃসত্ত্বা অভিনেত্রীর চোখধাঁধানো সাজে চমকে গিয়েছিলেন প্রায় সকলেই। আপাতত খানিক বিরতি। ডায়েটের ভাবনাচিন্তা ছেড়ে এখন খাওয়াদাওয়ায় মেতে অভিনেত্রী। সম্প্রতি রামচরন এবং তাঁর স্ত্রী উপাসনার পাঠানো আচারে মজে রয়েছেন হবু মা কিয়ারা। ইনস্টাগ্রাম স্টোরিতে সে ছবি শেয়ারও করেছিলেন অভিনেত্রী। কবে আসে খুদে, আপাতত সে অপেক্ষায় কিয়ারা-সিদ্ধার্থ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.