BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন পঙ্কজ ত্রিপাঠী, রাজনীতিতে নামছেন অভিনেতা?

Published by: Akash Misra |    Posted: June 8, 2023 9:18 pm|    Updated: June 8, 2023 9:18 pm

Pankaj Tripathi meets Yogi Adityanath as he films Main Atal Hoon in Lucknow| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। লখনউতে ‘ম্যায় অটল হু’ ছবির শুটিংয়ের মাঝে যোগীর সঙ্গে সৌজন্য় সাক্ষাৎ সারলেন পঙ্কজ। সঙ্গে ছিলেন ছবির নির্মাতা বিনোদ ভানুশালী ও ছবির পরিচালক রবি যাদব। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে যোগী আদিত্যনাথ লিখলেন, লখনউতে জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে দেখা হল। এই সাক্ষাৎ মনে থাকার মতো!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shri Yogi Adityanath (@myogi_adityanath)

[আরও পড়ুন: ‘চুমু-বিতর্ক’কে বুড়ো আঙুল! তিরুপতি-দর্শনে মনে বল পেলেন ‘সীতা’ কৃতী স্যানন]

বায়োপিক বরাবরই বলিউডের পছন্দের বিষয়। তা কোনও ক্রীড়া ব্যক্তিত্ব হোক কিংবা কোনও অভিনেতার জীবন। এমনকী, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়েও বলিউডে তৈরি হয়েছে বেশ কিছু ছবি। সেই তালিকায় এবার ঢুকে পড়ল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) বায়োপিক। কয়েকদিন আগে প্রযোজক সন্দীপ সিং সোশ্যাল মিডিয়ায় এই ছবির একটি মোশন পোস্টার শেয়ার করে ঘোষণা করেছিলেন। অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর দিয়েছিলেন অভিনেতা নিজেই।

২০২৩-এর বড়দিনে অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকীতে মুক্তি পাওয়ার কথা এই ছবির।

[আরও পড়ুন: ফের একবার ‘মসিহা’ সোনু সুদ, করমণ্ডল দুর্ঘটনাগ্রস্তদের জন্য খুললেন হেল্পলাইন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে