ছবি: ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সময় সুযোগ পেলেই যেন ছুটে চলে যেতে চান ফেলে আসা শৈশবে। ছেলে পুণ্যকে নিয়ে তাঁর কাজের বাইরের সমস্ত সময়টা কাটে। ছেলের সঙ্গে নানা মুহূর্ত নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নেন পরী। আর তা দেখেও বেশ বোঝা যায় যে ছেলের মধ্যে নিজের ছোটবেলাকে থুরি মেয়েবেলাকে খুঁজছেন অভিনেত্রী। অতীতে পরীমণিকে নিয়ে নানা বিতর্ক সময়ে অসময়ে দানা বেঁধেছে। কিন্তু সেসব ভুলে পরী নিজের মতো করে জীবন কাটানোতেই বিশ্বাসী।
দাদুর বাড়িতে ইদ পালন করতে গিয়েছিলেন অভিনেত্রী পরীমণি। গাছ থেকে ফল পাড়ার ভিডিওর পর এবার সেখানেই পুকুরে সাঁতার কাটার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে নিলেন পরী। গোলাপি রঙের চুরিদার ও মিনিমাল মেকআপে সেজেছেন পরী। বাড়ির সকলের সঙ্গে পুকুরে দাপিয়ে বেড়াচ্ছেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এত জন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি। কয়েকদিন পর এইখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাঁচের বাড়ি বানাবো ইনশাআল্লাহ।” এর পরের পোস্টে দেখা যাচ্ছে পরীকে সবুজ রঙের শাড়িতে সেজে গাড়ি চালিয়ে যেতে। ক্যাপশনে জানিয়েছেন অভিনেত্রী, নানুবাড়িতে গিয়ে বিলের ধারে সূর্যাস্ত দেখতে যাচ্ছেন।
এবার দাদুর বাড়িতে গিয়ে একপ্রকার সেই ফেলে আসা শৈশবেই ফিরে গিয়েছেন পরীমণি। দুই বাংলাতেই তিনি বিপুল জনপ্রিয়। কিন্তু এখানে তিনি অভিনেত্রী নন বরং বাড়ির মেয়ে। গাছ থেকে ঝড়ের রাতে আম, জাম, কাঁঠাল কুড়নো, বাড়ির পুকুরে সাঁতার কাটা অথবা নানুবাড়িতে গিয়ে নিজে গাড়ি চালিয়ে বিলের ধারে সূর্যাস্ত দেখতে যাওয়া এসবকিছুই চুটিয়ে উপভোগ করছেন। নিজের সোশাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেও নিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.