সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে বিরল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০১৮ সালের পয়লা ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে নিক-প্রিয়াঙ্কার অসমবয়সি প্রেম নিয়ে কম চর্চা হয়নি বিনোদুনিয়ার অন্দরে। স্বামী-স্ত্রীর বয়সের দশ বছরের ফারাক। প্রিয়াঙ্কা বর্তমানে ৪২ আর নিক জোনাসের বয়স ৩২। মাঝে শোনা যায়, তাঁদের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে! তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে দিয়ে বরাবর নিজেদের সুখী দাম্পত্যের ঝলক দেখিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। এবার নিজমুখেই নিজের ‘বেডরুম সিক্রেট’ ফাঁস করলেন প্রিয়াঙ্কা চোপড়া।
তারকাদের হাঁড়ির খবর নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবর। তাঁদের অন্দরমহলে কখন, কী হয়? সেসব নিয়ে চর্চা, জল্পনা বিস্তর। সম্প্রতি প্রিয়াঙ্কা এক হলিউড মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, রবিবার সকালের উন্মাদনা বরাবরই তাঁর কাছে আলাদা। কেন? প্রিয়াঙ্কার কথায়, “রবিবার সকালে বিছানায় একে-অপরের সঙ্গে গা ঘেঁষাঘেষি না করলে, হয়ই না! এটা আমাদের কাছে বাধ্যতামূলক।” অভিনেত্রী জানিয়েছেন, সপ্তাহের ওই একটা দিনই স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় পান তিনি। ছুটির দিনে এই বিষয়টা তাঁদের কাছে রীতিমতো ‘ট্র্যাডিশন’ হয়ে দাঁড়িয়েছে। কোনওমতেই এই নিয়মের নড়চড় হয় না। প্রিয়াঙ্কার জীবনের সবথেকে বড় শান্তি কী? এপ্রসঙ্গে অভিনেত্রীর মত, “আমার জীবনের সবথেকে বড় বিলাসিতা হল বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানো। একে-অপরের মধ্যে ডুবে থাকা। এদিনটা কোথাও যাওয়ার তাড়া থাকে না।” তবে অবসরে চিত্রনাট্য পড়ার পাশাপাশি তিনি টিভিও দেখেন বলে জানিয়েছেন।
বিয়ের সাত বছর পরও প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা দম্পতি। মার্কিন পপতারকা নিক জোনাস একসময়ে মাইলি সাইরাসের সঙ্গে প্রেম করতেন। তার পর সেলেনা গোমেজের সঙ্গেও সম্পর্কে ছিলেন। অস্ট্রেলিয়ার গায়িকা ডেল্টা গুডরেম ও প্রাক্তন মিস ইউনিভার্স অলিভিয়া কুলপোকেও বেশ কিছুদিন ডেট করেছেন গায়ক। তবে পরবর্তীতে মেট গালার রেড কার্পেটে ‘দেশি গার্ল’কে দেখে মন দিয়ে ফেলেন নিক জোনাস। তার পর প্রিয়াঙ্কার মন জয় করতে কোনওরকম কসরত বাকি রাখেননি তিনি। মাঝরাতে শোরুম খুলিয়ে অভিনেত্রীর জন্য হিরের আংটি কিনেছেন। এমনকী প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে রাজি করাতেও বেগ পেতে হয় দেশি গার্ল-এর পরদেশি বাবুকে। বর্তমানে মার্কিন মুলুকে মেয়ে মালতীকে নিয়ে তাঁদের সুখের ঘরকন্না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.