সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা সরকারকে (Priyanka Sarkar) না জানিয়েই সিনেমার কাস্টিংয়ে তাঁর নাম ঘোষণা! সাতসকালে খবরের কাগজ দেখেই পরিচালকের অফিসে অভিযোগ জানাতে ছোটেন অভিনেত্রী। তারপরই ঘটে মহাবিপত্তি। কথা বলে বেরনোর সময়ে প্রিয়াঙ্কা দেখেন দরজা লক করা। ‘আটক’ করা হয়েছে তাঁকে। তার পরই পরিচালকের উপর চড়াও হন অভিনেত্রী। কী কাণ্ড! শুক্রবার সকালে প্রিয়াঙ্কা সরকারের ইনস্টাগ্রামে এমন ভিডিও দেখে প্রথমটায় অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে ভিডিওর শেষেই আসল বিষয়টা খোলসা হয়। এটা তাঁর নতুন ছবি ‘চিচিং ফাঁক’-এর প্রচার কৌশলী মাত্র।
সারভাইভাল থ্রিলার ঘরানার সিনেমা। দুর্গম পরিস্থিতিতে সারভাইভাল স্ট্র্যাটেজি নিয়ে পশ্চিমী বিনোদুনিয়া কিংবা বলিউড, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে বহু সিনেমা থাকলেও সারভাইভাল থ্রিলারের চল খুব একটা টলিউডে নেই। তবে এবার সেই স্বাদ পেতে চলেছেন বাঙালি দর্শকরা। ভিন্ন স্বাদের সিনেমার নেপথ্যে অরিজিৎ সরকার। থ্রিলারে ফ্যান্টাসি, হরর, কমেডির মিশেল থাকছে। কিছুদিন আগেই শেষ হয়েছে এই ছবির শুটিং। যে ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। তিনি ছাড়া দীপক দাস অন্যতম প্রধান চরিত্রে। অমিত সাহা এবং নিমাই বসুও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির নাম ‘চিচিং ফাঁক’। পরিচালনায় অরিজিৎ সরকার।
প্রিয়াঙ্কার কথায়, “প্রথম যখন গল্পটা শুনি অরিজিতের কাছে তখনই মনে হয়েছিল এই চরিত্রটা করতে চাই। এই প্রথম কোনও সার্ভাইভাল থ্রিলারের কাজ করলাম। সাসপেন্স আর মজার অদ্ভুত ভারসাম্য রয়েছে চিত্রনাট্যে। অরিজিৎকে অনেকদিন ধরে চিনি। খুব প্রতিভাবান। পুরো টিমের সঙ্গে কাজ করেই খুব ভালো লেগেছে।” প্রযোজনায় ‘কনফিউজড পিকচার্স’। গল্পটা কীরকম? জানা গেল, মফঃস্বলের প্রেক্ষাপটে গল্প। একটি ছেলে আর মেয়ে সাংসারিক মায়াজাল পেরিয়ে নিজেদের মতো বাঁচার তাগিদে অ্যাডভেঞ্চারে বেরোয়। তার পর কিছু অপ্রত্যাশিত বিপদের মুখোমুখি হয়। এবং শুরু হয় তাদের আশ্চর্য জার্নি। ফ্যাটাসি, হরর আর কমেডির মিশ্রণ দেখতে পাবে দর্শক। সিনেমার গল্পে আরব্য রজনীর ছায়া রয়েছে। কীভাবে সেই যোগসূত্র তৈরি করেছেন পরিচালক?
অরিজিৎ সরকার জানালেন, ‘আলিবাবা’-র গল্পের মতোই ইন্টারেস্টিং এই ছবির কাহিনি। আটক অবস্থায় দুটি ছেলে-মেয়ের অস্তিত্বরক্ষার লড়াই, ‘আরব্য রজনী’র গল্পের ছায়ায় তৈরি। আলিবাবার কাশেম চরিত্রটি যেমন গুহার ভিতরে প্রবেশ করার মন্ত্র ভুলে যায়। আর সেখানেই বন্দি হয়ে পড়ে। ‘চিচিং ফাঁক’ ছবিতেও তেমনই দুই অ্যাডভেঞ্চারপ্রেমী ছেলেমেয়ের বন্দিদশার গল্প দেখা যাবে। সেই পরিস্থিতিতে তাঁদের সার্ভাইভাল স্ট্রেটেজি কী হবে? সেটাই দেখা যাবে এই ছবিতে। পরিচালক জানালেন, দর্শকরা এখানে নতুনভাবে প্রিয়াঙ্কা সরকারকে আবিষ্কার করার সুযোগ পাবেন। এর আগে এইরকম চরিত্রে তাঁকে দেখা যায়নি। ছবিটি প্রথমে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে যাবে, তারপর বড়পর্দায় মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.