Advertisement
Advertisement
Mirza 50 days

‘নন সুপারস্টার’ অঙ্কুশের ‘মির্জা’ করল হাফ সেঞ্চুরি, সিনেমা হলে ছবির ৫০ দিন পূর্ণ

ছবি শেয়ার করে সুখবর জানালেন তারকা।

Producer Ankush is super happy as Mirza completes 50 days

ছবি: ফেসবুক

Published by: Suparna Majumder
  • Posted:May 30, 2024 5:57 pm
  • Updated:May 30, 2024 7:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছিল প্রযোজক অঙ্কুশের প্রথম ছবি ‘মির্জা: পার্ট ১ জোকার’ (Mirza: Part 1 – Joker)। তর্ক-বিতর্ক যাই হোক বক্স অফিসে ছবির ফল বেশ ভালো। এবার সিনেমা হলে ছবির পঞ্চাশ দিন পূর্ণ হল। অঙ্কুশ নিজেই জানালেন সুখবর। বাংলার বাণিজ্যিক ছবির সাফল্যে বেশ খুশি তারকা।

Mirza

Advertisement

“একজন নন সুপারস্টারের মাস কমার্শিয়াল ফিল্ম মির্জা। এমন একটি GENRE যেটাকে মানুষ প্রায় তকমা লাগিয়েই দিয়েছে”, মির্জার মুক্তির পর এমন কথাই বলেছিলেন অঙ্কুশ। প্রথমবার প্রযোজনা করতে গিয়ে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। ছবির কাজও কিছু সময়ের জন্য স্থগিত হয়েছিল। ‘মির্জা’ তৈরি হবেই, অনুরাগীদের কথা দিয়েছিলেন অঙ্কুশ। সেই কথা রেখেছেন। গত ১১ এপ্রিল সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘মির্জা’। তাঁর পাশাপাশি ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, শোয়েব কবীরদের কাজেরও প্রশংসা হয়েছে।

[আরও পড়ুন: ‘তোমার অপা অনেক বড় হয়ে গেছে…’, ঋতুপর্ণর মৃত্যুবার্ষিকীতে খোলাচিঠি অপরাজিতার]

বৃহস্পতিবার ছবির পঞ্চাশ দিন পূর্ণ হওয়ার খবর জানিয়ে অঙ্কুশ লেখেন, “প্রযোজক হিসেবে যখন আপনার প্রথম সিনেমা সম্পূর্ণ নিজের জোরে পঞ্চাশ দিন পূর্ণ করে সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না… হাউসফুল শো…দারুণ রেসপন্স… সুপার পজিটিভ রিভিউ… দর্শকদের প্রশংসা আর সাপোর্ট, এই সবই মির্জাকে বাংলার সফল বাণিজ্যিক সিনেমা করে তুলেছে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

এর পরই ‘মির্জা পার্ট ২’র খবর জানান অঙ্কুশ। লেখেন, “হ্যাঁ, ‘মির্জা পার্ট ২’তে আরও বেশি উগ্রতা, গভীরতা, ট্যুইস্ট, ভালোবাসা, মজা, বিনোদন আর অ্যাকশন অবশ্যই বেশি থাকবে। বেশ তাহলে খুব শিগগিরিই দেখা হবে।” এর আগে অঙ্কুশ জানিয়েছিলেন, ‘মির্জা: পার্ট ১ জোকার’ ছবিতে যে টাকা লগ্নি করেছেন তা হয়তো তিনি ফেরত পাবেন না। কিন্তু তার জন্য ‘মির্জা ২’ ছবির কাজ কোনওভাবেই আটকাবে না।

[আরও পড়ুন: বিয়ের গুঞ্জনের মাঝেই অন্তরঙ্গ ছবি শ্বেতা-রুবেলের, সোশাল মিডিয়াতেই জমল প্রেম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement