Advertisement
Advertisement

Breaking News

Allu Arjun

অনুরাগীর মৃত্যু মামলায় বড় স্বস্তি আল্লু অর্জুনের, ‘পুষ্পা’কে নতুন ছাড়পত্র দিল কোর্ট

আদালতের তরফে এবার কোন স্বস্তি পেলেন দক্ষিণী সুপারস্টার?

Pushpa 2 Actor Allu Arjun Gets BIG Relief In Fan's Death Case
Published by: Sandipta Bhanja
  • Posted:January 11, 2025 5:36 pm
  • Updated:January 11, 2025 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরাগীর মৃত্যু মামলায় বড় স্বস্তি পেলেন আল্লু অর্জুন (Allu Arjun)। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক অনুরাগীর। যার জেরে আইনি জটিলতায় জড়ান দক্ষিণী তারকা। গত ডিসেম্বর মাসে জেলেও যেতে হয়েছে তাঁকে। সম্প্রতি জামিন দেওয়ার পাশাপাশি অভিনেতাকে যত্রতত্র সফরের ছাড়পত্র দিয়েছে নামপল্লী আদালত। এবার আরও বড় স্বস্তি পেলেন আল্লু। প্রতি রবিবার তাঁকে চিকারপল্লী থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তার ভিত্তিতেই আল্লুর আইনজীবী সুপারস্টারের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতি রবিবার হাজিরার নির্দেশ মুকুব করার জন্য পালটা আবেদন জানান। সেই প্রেক্ষিতেই নামাপল্লী আদালতের তরফে জানানো হল, এবার থেকে প্রতি রবিবার আর থানায় হাজিরা দিতে হবে না।

শনিবারই নামাপল্লী আদালতের তরফে আল্লু অর্জুন এই ছাড়পত্র পেয়েছেন। জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন আল্লু অর্জন। আর সেই নতুন সিনেমার জন্যই সম্ভবত সম্প্রতি ‘পুষ্পা’র (Pushpa 2) লুক পরিবর্তন করতে হয়েছে। ছবির শুটিংয়ের জন্য বিদেশে যাওয়ার ছাড়পত্র মিলেছে অভিনেতার। এর আগে আল্লু অর্জুন যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তার মেয়াদ ১০ জানুয়ারি শেষ হল। তার আগেই গত শুক্রবার হায়দরাবাদের আদালতে সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনা সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারক অভিনেতার আইনজীবী ও পুলিশের বক্তব্য শোনেন। তারপরই আল্লুকে রেগুলার জামিন দেওয়া হয়। অভিনেতার আইনজীবী জানান, “পঞ্চাশ হাজার টাকার দুটি বন্ডের বিনিময়ে এই জামিন। এর পাশাপাশি প্রত্যেক রবিবার সুপারস্টারকে থানায় দিয়ে তদন্তকারী অফিসারকে রিপোর্ট করতে হবে।” সেই নির্দেশমাফিকই গত রবিবার থানায় হাজিরা দেন আল্লু। তবে এবার থেকে আর ছুটির দিনে থানা-পুলিশ করতে হবে না দক্ষিণী তারকাকে।

Advertisement

Allu Arjun Arrest: Pushpa2 actor gets interim bail in Hyderabad Stampede case for four weeks

এদিকে মহিলা ভক্তর মৃত্যুতে আইনি জটিলতা, বিতর্ক, রাজনৈতিকমহলের কটাক্ষ, এহেন যাবতীয় ঝঞ্ঝাটের মাঝেই সুখবর। ভাগ্যোদয় ‘পুষ্পা’র। সূত্রের খবর, এবার বনশালির সিনেমায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টারকে। প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও এগিয়েছে। বৃহস্পতিবার সকালেই মুম্বই বিমানবন্দরে দেখা যায় আল্লু অর্জুনকে। তবে পুষ্পার মুম্বইতে আগমনের কারণ তখনও জানা যায়নি! পরে বিকেলে বনশালির অফিস থেকে বেরতে দেখেই দুয়ে দুয়ে চার করা যায়। পরিচালকের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী তারকাকে। সঞ্জয় লীলা বনিশালির (Sanjay Leela Bhansali) বিগ বাজেট ক্যানভাসে আল্লু অর্জুনের (Allu Arjun) দাপট দেখতে যে মন্দ লাগবে না, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement