Advertisement
Advertisement
Radhika Apte

‘অন্তঃসত্ত্বা হতেই চাইনি!’ মা হওয়া নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে

২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা।

Radhika Apte on her pregnancy
Published by: Akash Misra
  • Posted:November 6, 2024 3:14 pm
  • Updated:November 6, 2024 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে সেলিব্রিটিরা অন্তঃসত্ত্বা হলেই ঘটা করে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর ভাগ করে নেন। সেখানে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte) হাঁটলেন উলটো পথে। ঢাক ঢাক গুর গুর না করে দুম করেই ফাটালেন বোমা। সোজাসুজি ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন। হ্যাঁ, ঠিক এমনটাই চমকে দিলেন রাধিকা। কয়েকদিন আগে এমনই চমক দিয়েছেন রাধিকা। এবার এক সাক্ষাৎকারে মা হওয়া নিয়ে এমন মন্তব্য করলেন, যা শুনে হতবাক রাধিকার অনুরাগীরা! রাধিকার কথায়, গর্ভে সন্তান এসেছে বিনা প্ল্যানে। তাই আনন্দে নেই।

২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। তার পর থেকেই মুম্বই থেকে লন্ডন উড়ে বেড়াতেন তিনি। একদিকে কেরিয়ার ও অন্যদিকে বিদেশি স্বামীকে নিয়ে সংসারও করতেন। তবে কখনই রাধিকা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। উলটে যখনই রাধিকার বিয়ে নিয়ে কথা উঠত, অভিনেত্রী কিন্তু চুপটি করেই থাকতেন। তবে এবার এক সাক্ষাৎকারে মা হওয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই রাধিকার সোজা-সাপটা জবাব, ”একেবারেই প্ল্য়ান করে নয়। তাই এত সমস্যা হচ্ছে। সব সময় অস্বস্তি হচ্ছে, বমি বমি পাচ্ছে। মুড সুইং হচ্ছে। বিরক্ত লাগছে। তাই এই নিয়ে কোনও আনন্দ নেই আমার। সবাই বলত আমার সব সময়ে আনন্দে থাকা উচিত কারণ, আমি মা হতে চলেছি। তাঁদের বলতে চাই, আর তোমরা খুশি থাকতে বলছ!”

Advertisement

কয়েক দিন আগেই লন্ডন ফিল্ম ফেস্টিভালে হাজির হয়েছিলেন রাধিকা। সেখান থেকেই
রাধিকা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে কালো রঙে ইভনিং গাউন পরে রয়েছেন তিনি। স্পষ্ট হয়েছে তাঁর বেবি বাম্প। তবে সেই পোস্টেও মা হওয়া নিয়ে কোনও খবর একটা শব্দও খরচ করেননি তিনি। তবে অনুরাগীরা সেই পোস্টের নীচেই শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রীকে।খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাধিকার দুটি ইংরেজি ছবি ‘সিস্টর মিডনাইট’ ও ‘লাস্ট ডে’। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement