Advertisement
Advertisement
Rahool Mukherjee

পরিচালক রাহুলের শুটিং শুরু, মমতার পরামর্শেই অসহযোগিতা প্রত্যাহার ফেডারেশনের

সকাল সকালই ফ্লোরে হাজির টেকনিশিয়ানরা। আর কারা এলেন?

Rahool Mukherjee starts shooting after fedaration removes 'Non Cooperation'

ছবি: ফেসবুক

Published by: Suparna Majumder
  • Posted:August 6, 2024 10:00 am
  • Updated:August 6, 2024 5:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই টলিপাড়ার জট কেটেছে। এবার তাঁর পরামর্শেই রাহুল মুখোপাধ্যয়ের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। সোমবার রাতের বৈঠকের পর বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল। আর মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গেল রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবির শুটিং।

Rahool-shooting-starts

Advertisement

দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে শুরু হয়েছে শুটিং। ফ্লোরে দেখা যায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, সিনেমাটোগ্রাফার সৌমিক হালদারকে। সকাল সাতটাতেই পৌঁছে যান টেকনিশিয়ানরা। রাহুলের এই ছবিতে আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য জুটিকে দেখা যাবে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরী। এদিন অবশ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুটিং ছিল না। তবে কাজ ঠিকঠাকভাবেই শুরু হয়েছে বলে খবর। 

Advertisement

[আরও পড়ুন: জ্বলছে ওপার বাংলা, কলকাতায় চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরা এপারে চিন্তায়]

নিয়মবিরুদ্ধ ভাবে শুটিং করেছেন। এই অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে (Rahool Mukherjee) তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন। তাতেই জটিলতার সূত্রপাত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ করেন টলিপাড়ার তারকারা। টালিগঞ্জে তৈরি হয় অচলাবস্থা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই শুটিং শুরু হয়। রাহুল আবার পরিচালকের পদ পাবেন কি না, তা নির্ভর করছিল মঙ্গলবারের এই বৈঠকের সিদ্ধান্তের উপরে।

Fedaration

ফেডারেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুলাই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হয়। তিনি ফেডারেশনকে কিছু পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শকে যথাযথ মর্যাদা ও সম্মান দিয়ে রাহুলের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে ‘গুপী শুটিং’ বন্ধ করার সর্বাত্মক প্রয়াসে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়েছে। সংবাদমাধ্যমকেও বিভ্রান্তুমূলক খবর না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তি।

[আরও পড়ুন: বাংলাদেশে মন্দির ভাঙচুর, ভয়ে কাঁটা হিন্দুরা! ‘বীভৎসতা’র প্রতিবাদে পরমব্রত-ঋদ্ধি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ