Advertisement
Advertisement
Rahul Arunoday Banerjee

‘দিদি-ভাইয়ের সম্পর্কও এখন…’, নীলাঞ্জনার সঙ্গে নাম জড়িয়ে খবর করায় রেগে লাল রাহুল

আর কী লিখলেন রাহুল?

Rahul Arunoday Banerjee slams news media for false report
Published by: Akash Misra
  • Posted:November 3, 2024 9:10 pm
  • Updated:November 3, 2024 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে নীলাঞ্জনার জীবনে ঝড়। নিজে কিছু মুখে না বললেও, সিনে মহলের অন্দরে রটেছে যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর বিচ্ছেদ হচ্ছে। যিশুও অবশ্য এই গুঞ্জন নিয়ে চুপ। মাঝে মধ্য়েই সোশাল মিডিয়ায় অবশ্য নীলাঞ্জনা নানারকম ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। তবে এবার নীলাঞ্জনা নয়। নীলাঞ্জনার সঙ্গে দীপাবলির ছবি পোস্ট করে অস্বস্তির মুখে পড়লেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । সেই পোস্ট ধরেই আচমকা রাহুল উঠে এলেন এক সংবাদমাধ্যমের শিরোনামে। যেখানে নীলাঞ্জনার সঙ্গে নাম জড়িয়ে টলিউডের গসিপ পেল সুযোগ! আর এই খবর চোখে পড়তেই রীতিমতো রেগে গেলেন রাহুল। স্পষ্টই ফেসবুক সেই সংবাদমাধ্যমকে একহাত নিলেন অভিনেতা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Arunoday Banerjee (@rahularunodaybanerjee)

Advertisement

ফেসবুকে রাহুল স্পষ্ট লিখলেন, ”সুসংবাদ। অনলাইন রিপোর্টিং এবার মা, বোনদেরও ছাড়বে না ঠিক করেছে…।” নির্দিষ্ট সংবাদমাধ্যমকে কটাক্ষ করতেও ছাড়েননি রাহুল।

অভিনেতা রাহুল জানিয়েছেন, ”এরকম হেডলাইন হয় কি করে! দিদির বাড়িতে দীপাবলি ক্যাপশনে লেখা। তার পরেও?” রাহুলের কথায়, ” কিছু মানুষের মানবিকতা, মূল্যবোধ এতটাই তলানিতে ঠেকেছে যে, দিদি-ভাইয়ের সম্পর্কও এখন ঠুনকো”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement