সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনে ৫৪টি বসন্ত সবে পার করেই ইহলোক ছেড়ে অমৃতলোকের পথে পাড়ি দেন অভিনেতা মুকুল দেব। অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েন অনুরাগীরা। হতবাক বলিউডও। কীভাবে মৃত্যু হল অভিনেতার, তা নিয়ে নানামহলে শুরু হয় জোর কাটাছেঁড়া। অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট করলেন তাঁর দাদা রাহুল দেব।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাহুল দেব জানান, “প্রায় আট দিনেরও বেশি সময় আইসিইউতে ছিলেন মুকুল। খাওয়াদাওয়ার অভ্যাস একেবারে ঠিক না থাকলে যা হয়। শেষ চার-পাঁচদিন খাওয়াদাওয়া একেবারেই বন্ধ করে দেন। তিনি একাকীত্বে ভুগতেন। জীবনের প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। বেশ কয়েকটি কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।” বেশ খানিকটা অভিমানের সুরে রাহুল বলেন, “যাঁরা এখন মুকুলের মৃত্যু নিয়ে এত কথা বলছেন, তাঁরা ওঁর সঙ্গে যোগাযোগ রাখতেন না। তাঁরা বলতেন মুকুল নাকি সুস্থ নন। কিন্তু ওঁ হাফ ম্যারাথনেও যোগ দিয়েছিলেন। যখন সকলে ওঁর খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়, তখন খানিকটা ওজন বেড়ে গিয়েছিল। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কারা যোগাযোগ রেখেছিলেন? তাঁরা কি হাসপাতালে এসেছিলেন? কিংবা স্মরণসভায় যোগ দিয়েছিলেন?” অনুরাগীদের উদ্দেশে তাঁর একটাই আর্জি, “আমি চাই না, মুকুল হেরে যাওয়া মানুষ হিসাবে সকলের মনে থাকুন। খোশমেজাজি, বুদ্ধিদীপ্ত এবং সংবেদনশীল মানুষ হিসাবে ওঁ বেঁচে থাকুক, সেটাই চাই।”
প্রসঙ্গত, মডেলিং করার সময়েই ১৯৯৬ সালে হিন্দি ধারাবাহিক ‘মুমকিন’-এ বিজয় পাণ্ডের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছন তিনি। দূরদর্শনের এক শোয়ে মাইকেল জ্যাকসনের নাচও নকল করে দেখিয়েছিলেন। সেই সময়েই মহেশ ভাটের ‘দস্তক’ ছবির জন্য বলিউড থেকে ডাক পান মুকুল দেব। বিপরীতে ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন। সেই সিনেমা দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল। এরপর ছোটপর্দা, বড়পর্দা মিলিয়ে বহু কাজ করেছেন মুকুল দেব। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিয়ালগুলির তালিকায় রয়েছে ‘কাহি দিয়া জ্বলে কাহি জিয়া’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘প্যায়ার জিন্দেগি হ্যায়’।
বড়পর্দায় তাঁর কাজের সংখ্যাও নেহাত মন্দ নয়! ‘দস্তকে’র পর ‘কিলা’, ‘ওয়াজুদ’, ‘কোহরাম’, ‘মুঝে মেরি বিবি সে বাঁচাও’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সর্দার’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’-এর মতো বহু সিনেমায় নজর কেড়েছেন মুকুল দেব। নিজের কাজের পরিসর শুধু হিন্দিতেই সীমাবদ্ধ রাখেননি। একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। জিতের সঙ্গে ‘আওয়ারা’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। ঋতুপর্ণা সেনগুপ্তর ‘অভিসন্ধি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতেও। তবুও লাইমলাইটের অন্তরালে থেকেই নিঃশব্দে বিদায় নেন মুকুল দেব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.