সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েতে নাকি বাবা রাজ বব্বরকেই আমন্ত্রণ জানাননি প্রতীক! ভ্যালেন্টাইনস ডে-তে বান্দ্রায় মা স্মিতা পাতিলের বাড়িতে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে বাঙালি কনের গলায় মালা দেন তিনি। আর সেই অনুষ্ঠানে বব্বর পরিবারের কাউকেই ডাকেননি তিনি। ভাই আর্য এবং বোন জুহির পাশাপাশি বাবা রাজ বব্বরকেও আমন্ত্রণ জানাননি অভিনেতা। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ বব্বরের প্রত্রিক্রিয়ার কথা জানালেন আর্য।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আর্য বলেন, তিনি রাজের কাছে জানতে চেয়েছিলেন মিডিয়া এই প্রসঙ্গে প্রতিক্রিয়া চাইলে কী উত্তর দেওয়া হবে। জবাবে রাজ বলেন, ”ওদের বলে দিও, পুরুষরা তো বিয়ে করতেই থাকে।”
কিন্তু কেন বব্বর পরিবারকে বিয়েতে আমন্ত্রণ জানাননি প্রতীক? এই প্রসঙ্গে আর্যর দাবি, অন্য কেউ প্রতীকের মগজধোলাই করায় পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁদের। যদিও প্রতীক এ নিয়ে স্পিকটি নট।
এদিকে সাক্ষাৎকারে ভাইয়ের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে বিশদে বলতে গিয়ে আর্য বলেন, ”আমার বাবা দুবার বিয়ে করেছিলেন। আমার বোনও দুবার বিয়ে করেছে। আর এবার আমার ভাইও দুবার বিয়ে করে ফেলেছিলেন। এমনকী, আমার কুকুরেরও দুই কুক্কুরী প্রেমিকা রয়েছে। তাই দু’বার বিয়ের প্রতি আমার কোনও বিরোধিতা নেই। কেবল ডিভোর্সের জটিলতায় যেতে আমার কুঁড়েমি হয়।”
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে সনায়া সাগরকে বিয়ে করেছিলেন প্রতীক। সনায়া ফ্যাশন কমিউনিকেশন নিয়ে স্নাতক পাশ করেন। এছাড়া লন্ডন ফিল্ম অ্যাকাডেমি থেকে চলচ্চিত্র পরিচালনা নিয়ে পড়াশোনাও করেছিলেন। ২০২৩-এর জানুয়ারিতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তার মাসখানেক পরই বাঙালি পাত্রী অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন প্রতীক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.