Advertisement
Advertisement

Breaking News

Raj Chakrabarty and Subhasree Ganguly

রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোয় বনি-কৌশানি, এলেন সস্ত্রীক আবিরও, কী ছিল মেনুতে?

প্রযোজনা সংস্থার অফিসে প্রতিবারের মতো এবারও ধুমধাম করে সরস্বতী পুজো করেন রাজ-শুভশ্রী।

Raj Chakrabarty and Subhasree Ganguly enjoyed Saraswati Puja
Published by: Sayani Sen
  • Posted:February 2, 2025 8:21 pm
  • Updated:February 2, 2025 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগদেবীর আরাধনায় দিনভর ব্যস্ত রইলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রযোজনা সংস্থার অফিসে প্রতিবারের মতো এবারও ধুমধাম করে সরস্বতী পুজো করেন সেলেব দম্পতি। অঞ্জলিও দেন দুজনে।

শুভশ্রী সেজেছিলেন হালকা আকাশি শাড়িতে। রাজের পরনে নীল রংয়ের পাঞ্জাবি। শুভশ্রী বলেন, “ছোটবেলার মতো আজও সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করে থাকি।” তারকা দম্পতির প্রযোজনা সংস্থার অফিসে এলাহি খাওয়াদাওয়ার আয়োজনও ছিল। এদিন মেনুতে ছিল খিচুড়ি, লাবড়া, আলুর দম, কুলের চাটনি। সঙ্গে ছিল কচুরি, ছোলার ডালও। ডায়েট ভুলে পেট ভরে খাওয়াদাওয়া করেন আমন্ত্রিত।

Advertisement

রাজ-শুভশ্রীর প্রযোজনা সংস্থার পুজো বলে কথা। আমন্ত্রিতদের তালিকা যে বেশ দীর্ঘ হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কৌশানি মুখোপাধ্যায় এবং বনি সেনগুপ্তকে এখানে বাগদেবীর আরাধনায় মাতেন। রাজ-শুভশ্রীর সঙ্গে অঞ্জলি দেন তাঁরা। কৌশানির পরনে ছিল হলুদ শাড়ি। টলিপাড়ার সদ্য বিবাহিত জুটি আদৃত ও কৌশাম্বিও সরস্বতী পুজোয় অংশ নেন। আবির চট্টোপাধ্যায়ও বাগদেবীর আরাধনায় মাতেন তিনি।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement