Advertisement
Advertisement
Raj-Subhashree-Abir

বিরিয়ানি প্রেম! কোথায় পৌঁছে গেলেন রাজ-শুভশ্রী-আবির?

সোশাল মিডিয়া মারফতই প্রকাশ্যে এসেছে ভিডিও।

Raj Chakraborty, Subhashree Ganguly and Abir Chatterjee at Biriyani shop of D Bapi
Published by: Suparna Majumder
  • Posted:August 4, 2024 11:11 am
  • Updated:August 4, 2024 11:38 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি যে ভোজনবিলাসী, তা নিয়ে কোনও দ্বিমত নেই। হাতের কাছের ধোঁয়া ওঠা বিরিয়ানি পেলে আর কী চাই? একটা দিনের জন্য তো ডায়েট শিকেয় তুলে রাখাই যায়। এই বিরিয়ানি প্রেমেই মশগুল হলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। টলিপাড়ার তিন মূর্তি পৌঁছে গিয়েছিলেন ডি বাপির অন্দরে।

Raj-Subhashree-Abir-1

Advertisement

শুধু বিরিয়ানির তাগিদে নয়, রাজ, শুভশ্রী ও আবির নিজেদের নতুন সিনেমা ‘বাবলি’র প্রচার সারতেও গিয়েছিলেন। কালো টি-শার্টে হাজির হয়েছিলেন পরিচালক। নায়ক আবিরের পরনে ছিল ক্যাজুয়াল শার্ট। আর ‘বাবলি’ শুভশ্রী সেজেছিলেন হলুদ রঙের শাড়িতে। কানে তাঁর ছিল হলুদ ফুল। ফুল দিয়ে রেডকার্পেটে তিনজনকে স্বাগত জানানো হয়। আহারে-বাহারে চলে প্রচারপর্ব। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

[আরও পড়ুন: ‘প্লিজ ভুল বুঝবেন না…’, পরিচালকদের ‘অপমান’ করার অভিযোগ নিয়ে মুখ খুললেন দিগন্ত]

প্রেমের রাগ-অনুরাগের কথা বলে বুদ্ধদেব গুহর ‘বাবলি’। জনপ্রিয় এই উপন্যাসকেই সিনেমার পর্দায় তুলে ধরছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। জানুয়ারি মাসে ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। নববর্ষে প্রকাশ করেন টিজার। শনিবার প্রকাশ্যে আসে ছবির ট্রেলার। শুভশ্রী-আবিরের পাশাপাশি ছবির অন্যতম মুখ্য চরিত্র সৌরসেনী মৈত্র।

বাবলিকে (Babli) ডানাকাটা পরী হিসেবে নিজের উপন্যাসে তুলে ধরেননি বুদ্ধদেব গুহ। তার বদলে রক্তমাংসের একজন মানুষ হিসেবে দেখিয়েছেন। যার মধ্যে অভিমান আছে, ঈর্ষা আছে, আর আছে নিজেকে উজার করে দেওয়া ভালোবাসা। এই মেজাজই বজায় রেখেছেন শুভশ্রী (Subhashree Ganguly)। শুভশ্রীর পাশাপাশি এ ছবির মাস্টারস্ট্রোক আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। অভির চরিত্রে একদম মিলেমিশে গিয়েছেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক। ছবিতে ঝুমার চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী।  আগামী ১৫ আগস্ট সিনেমা হলে দেখা যাবে তিনজনকে। সেদিন মুক্তি পাচ্ছে ‘বাবলি’।

[আরও পড়ুন: ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত Horoscope: আয় বেশি না খরচ? শরীর ভালো থাকবে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement