Advertisement
Advertisement

Breaking News

Raju Da

৩০ টাকায় ৩ টে ! রাজুদার পরোটায় মুগ্ধ ‘একেনবাবু’ অনির্বাণ, সকাল সকাল হইচই কাণ্ড!

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

Raju da joins hand with eken babu anirban for puro puri eken promotion
Published by: Akash Misra
  • Posted:January 11, 2025 10:53 am
  • Updated:January 11, 2025 12:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহর ফুটপাত থেকে সোজা ক্যামেরার সামনে! পরোটা বিক্রেতা ‘রাজুদা’ এবার ওয়েব সিরিজে। এই খবর মোটামুটি এখন সবাই জানেন। আর এবার সেই রাজুই এলেন ওয়েব সিরিজের প্রচারে! প্রকাশ্য়ে এল সেই ভিডিও। যা দেখে সোশাল মিডিয়ায় ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে হইচই।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। প্রকাশ্যে এসেছে অনির্বাণ চক্রবর্তীর নতুন ‘একেনবাবু’ সিরিজের একটি প্রচার ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সকাল সকাল কলকাতার রাস্তায় কচুরি খাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন অভিনেতা অনির্বাণ ওরফে একেনবাবু। অন্যদিকে, রাজুদার পরোটার দোকেন উপচে পড়া ভিড়। সেখানেই এসে পৌঁছন একেনবাবু। ৩০ টাকায় ৩ টে পরোটা চেটেপুটে খেয়ে একেনবাবুর সেকি তৃপ্তি। পেট ভর্তি পরোটা খেয়ে রাজুদার নতুন নামকরণ করলেন একেনবাবু- ‘পকেটদার রাজু পরোটা।’ এই প্রচার ভিডিওই এখন ভাইরাল।

Advertisement

রাজুর কথায়, ”এর আগে তো গেম শো-তে খেলতে গিয়েছি, তখনকার থেকে এবার অন্যরকম অভিজ্ঞতা। কারণ এবার ওয়েব সিরিজে দেখা যাবে আমাকে। খুব আনন্দ হচ্ছে। আগে থেকে চিত্রনাট্য পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাকে। বাড়িতেই সেটা প্র্যাকটিস করেছি নিজে। তবে ক্যামেরার সামনে প্রথমবার বলতে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম।”

২৩শে জানুয়ারি হইচই-তে আসছে একেনবাবু। আর সেই সিরিজের প্রচারেই এবার অনির্বাণের পাশে রাজুদা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement