Advertisement
Advertisement
Rakhi Gulzar

IFFI-তে নন্দিতা-শিবপ্রসাদের ‘আমার বস’, গোয়াতে পা রেখে কী বললেন রাখি গুলজার?

গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় নন্দিতা-শিবপ্রসাদের নতুন ছবি 'আমার বস'-এর প্রথম স্ত্রিনিং নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।

Rakhi Gulzar at goa for 55th International FilmFestival of India
Published by: Akash Misra
  • Posted:November 25, 2024 7:17 pm
  • Updated:November 25, 2024 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ইতিমধ্যেই বাজিমাত করেছে টলিউডের সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘বহুরূপী’। আর এরই মাঝে গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় জুটির নতুন ছবি ‘আমার বস’-এর প্রথম স্ত্রিনিং নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। মঙ্গলবার এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে নন্দিতা ও শিবপ্রসাদের এই ছবি। তার আগে সোমবার এই স্ক্রিনিংয়ে উপস্থিত থাকতে গোয়ায় পা রাখলেন নন্দিতা ও শিবপ্রসাদের ‘আমার বস’ রাখি গুলজার। এই ছবি থেকেই ১৪ বছর পরে বাংলা ছবিতে ফিরছেন রাখি। গোয়ায় পৌঁছে অনুরাগীদের উদ্দেশে অভিনেত্রীর বার্তা, ”আমাকে তারকা নয়, সাধারণ মানুষ ভেবেই ভালোবাসো। আমি তাতেই সন্তুষ্ট।”

জানুয়ারি মাসেই কলকাতায় শুটিং করে গিয়েছিলেন রাখি গুলজার (Rakhee Gulzar)। বাঙালি খানাপিনা, ঝরেঝরে বাংলা সংলাপ, কলকাতার শাড়ি, ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, প্রবীণ বঙ্গকন্যা যেন সেটে ‘ষোড়শী’র মতোই ছুটে শুটিং করেছিলেন।

Advertisement

কলকাতায় তাঁর প্রিয় স্ট্রিটফুড ফুচকা থেকে শাড়ি সবকিছুর খোঁজ নিয়েছিলেন মনে করে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী মিত্র, টেলি অভিনেত্রী শ্রুতি দাসরা। পরিচালনার পাশাপাশি শিবপ্রসাদ নিজেও অভিনয় করেছেন এই ছবিতে।

নন্দিতা-শিবুর হাত ধরেই বহুদিন বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। বহু বছর আগে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে থাকলেও বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। কারণ, সেই সিনেমা মুক্তি পেয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে। সেই অর্থে ‘শুভ মহরত’-এর পর ‘আমার বস’ ছবি দিয়েই বাংলার প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement