সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের সেলেব পাড়ায় রণবীর-আলিয়ার স্বপ্নের সাধের বাংলো তৈরি। যে ম্যানশন কিনা বাজারদরে শাহরুখ খানের ‘মন্নত’, এমনকী মেগাস্টার অমিতাভ বচ্চনের ‘জলসা’কেও টেক্কা দেবে। বান্দ্রায় উত্তরাধিকারসূত্রে কাপুরদের পৈতৃক ভিটে পেয়েছিলেন ঋষি কাপুর এবং নীতু কাপুর। আর সেখানেই বিগত দেড় বছর ধরে তিল তিল করে সুদৃশ্য বিশালাকার বাংলো তৈরি করিয়েছেন রণবীর-আলিয়া। যার দাম নাকি ২৫০ কোটিরও বেশি।
রণবীর কাপুর হোক বা আলিয়া ভাট, দুজনেই বর্তমানে বেজায় ব্যস্ত। তারকাজুটির বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। কাপুরনন্দন যেখানে ‘রামায়ণ’-এর শুটিংয়ে মন দিয়েছেন, সেখানে অভিনেত্রী শুটিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক ময়দানের কাজেও ছুটছেন দিন কয়েকের ব্যবধানে। আর সেই ব্যস্ত শিডিউলের মাঝেই ঘনঘন মুম্বইয়ের বান্দ্রায় নতুন বাংলোর কাজ দেখতে যাচ্ছিলেন এযাবৎকাল। তবে সেই প্রাসাদোপম বাংলোর কাজ বর্তমানে শেষ। বলিউড মাধ্যম সূত্রে খবর, ছয় তলার এই বিলাসবহুল বাংলোকে একেবারে মনমতো সাজিয়েছেন রণবীর-আলিয়া। অন্দরমহলের সাজসজ্জা দেখলেও নাকি চোখ কপালে উঠবে। খুব শিগগিরিই কোনও শুভ দিনক্ষণ দেখে জুনিয়র কাপুরদম্পতি গৃহপ্রবেশ করবেন বলেও জানা গেল।
View this post on Instagram
রবিবার পাপারাজ্জি ভাইরাল ভায়ানি একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানেই দেখা গেল, বাংলোর ব্যালকনি সাজানো হয়েছে রকমারি ফুলের গাছ দিয়ে। গোটা বিল্ডিংয়ে ধূসর রং করা হয়েছে। যা আবারও রণবীর-আলিয়া অভিজাত রুচির পরিচয় দিল। জানা গিয়েছে, ১৯৮০ সালে এই কাপুর ম্যানশন রাজ কাপুর এবং কৃষ্ণারাজ কাপুর ঋষি-নীতুর নামে লিখে দেন। সেখানেই পুরনো বাংলা ভেঙে এবার ছয় তলার ২৫০ কোটির নতুন বাংলো গড়িয়েছেন রণবীর-আলিয়া। আপাতত রণবীর-আলিয়া এবং নীতুর সংসার আলাদা। দুই ফ্ল্যাটে থাকেন তাঁরা। তবে নতুন কাপুর ম্যানশন তৈরি হলে নাকি শাশুড়িকে নিয়ে একছাদের তলাতেই থাকতে চলেছেন আলিয়া। বলিউড মাধ্যম সূত্রে খবর, সেই বিলাসবহুল বাংলো মেয়ে রাহার নামে রেজিস্ট্রি করবেন রণবীর-আলিয়া। দুই তারকাই তাঁদের রক্ত জল করা পারিশ্রমিক ঢেলেছেন এই বাংলোয়। ঠাকুমার নামে তৈরি সেই বাংলোর অর্ধেকটা রাহাকে উপহার দিচ্ছেন রণবীর-আলিয়া। এই বিলাসবহুল বাংলো ছাড়াও রণবীর-আলিয়ার ৪টি ফ্ল্যাট রয়েছে বান্দ্রায়। যা কিনা ৬০ কোটি টাকা মূল্যের। তবে কৃষ্ণারাজ বাংলোর অর্ধেকটা নাকি নীতু কাপুরের নামেও থাকবে। কারণ সেই সম্পত্তির অর্ধেক মালকিন হিসেবে ঋষি কাপুর তাঁর নামই লিখে গিয়েছিলেন। যদিও অর্থনৈতিকভাবে নীতু বরাবরই স্বাধীন। সম্প্রতি ১৫ কোটি টাকার এক ফ্ল্যাট কিনেছেন বান্দ্রায়। সূত্রের খবর, এই বাংলো তৈরি হয়ে গেলে একসঙ্গে থাকবে গোটা ‘কাপুর খানদান’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.