সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে নয়না-বানিদের ১০ বছর পার। সময় বদলেছে। পরিস্থিতিও। রিলের নয়না দীপিকা পাড়ুকোন হয়েছেন রণবীর সিং ঘরনি। অন্যদিকে সিনেমার পর্দার বানি, বাস্তবে বিয়ে করেছেন আলিয়া ভাটকে। অদিতি ওরফে কল্কি কোয়েচলিন তো এক বাচ্চার মা। কিন্তু অভি ওরফে আদিত্য রায় কাপুর এখনও ব্যাচেলার। ভাবছেন হঠাৎ এসব পুরনো কাসুন্দি কেন?
[আরও পড়ুন: ‘শিরদাঁড়া নুইয়ে পড়েছে.. বেটি বাঁচাও বেটি ঠ্যাঙাও’, মোদিকে খোঁচা দিয়ে ঋদ্ধির কবিতা]
গপ্পোটা হল, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সম্প্রতি ১০ বছরে পা দিল। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, কল্কি কোয়েচলিন, অদিত্য রায় কাপুর অভিনীত এই ছবি বলিউডের একটি মাইলস্টোন ছবি। আর দশ বছর পূর্ণ হওয়ার আনন্দে পার্টিতে মজলেন এই ছবির পুরো টিম। করণ জোহরের বাড়িতে হাজির ছিলেন রণবীর, দীপিকারা। হাজির ছিলেন সংগীত পরিচালক প্রীতম। সেই পার্টিতেই একসঙ্গে ছবি তুলে নস্ট্যালজিয়ায় ভেসে গেলেন দীপিকা।
View this post on Instagram
গুঞ্জনে রয়েছে খুব শীঘ্রই নাকি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির দ্বিতীয় ভাগ আসতে চলেছে। শোনা গিয়েছে, পরিচালক অয়ন নাকি চিত্রনাট্য়ও লিখে ফেলেছেন। তবে এখনই ফাঁস করতে চান না গল্প।