Advertisement
Advertisement

Breaking News

Rashmika Mandanna

মাথায় ঘোমটা, চোখে আগুন! ছত্রপতি শিবাজির স্ত্রীর রূপে প্রথম লুকেই নজরকাড়া রশ্মিকা

পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি ও রশ্মিকা।

Rashmika Mandanna exudes grace in Chhaava first look posters

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 21, 2025 4:37 pm
  • Updated:January 22, 2025 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও পাশের বাড়ির মেয়ে ‘শ্রীবল্লী’, তো কখনও ‘দাবাং’ পুলিশ অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন রশ্মিকা মন্দানা। এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণী অভিনেত্রী। মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘ছাবা’ ছবিতে রশ্মিকার ফার্স্ট লুক। সেখানে তাঁর মারাঠি রানি রূপে অবতীর্ণ অভিনেত্রী।

‘ছাবা’ ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁরই স্ত্রী রানি যশুবাইয়ের ভূমিকায় রশ্মিকা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক। ইতিহাসের পাতায় দর্শকদের পৌঁছে দিয়েছে তাঁর অবতার। এবার সামনে পর্দার যশুবাই। বুধবারই মুক্তি পাবে ছবির ট্রেলার। কিন্তু তার আগেই রশ্মিকার রূপে চড়ল উত্তেজনার পারদ। পোস্টারে দেখা যাচ্ছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রশ্মিকা। মাথায় ঘোমটা। কপালে বড় লাল টিপ। নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে যশুবাই।

Advertisement

ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, “প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রশ্মিকা মন্দাকাকে দেখা যাবে সেই যশুবাই রূপে। যিনি স্বরাজ্যের গর্ব।”

শিবাজি সাওয়ান্তের ‘ছাবা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া ছবিটি মুক্তি পাবে প্রেমদিবস অর্থাৎ আগামী ১৪ ফেব্রুয়ারি। লক্ষ্মণ উটেকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি ও রশ্মিকা। এই প্রথম কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন ভিকি। উপরি পাওনা এআর রহমানের সঙ্গীত। সবমিলিয়ে বিগ বাজেটের এই ছবির জন্য মুখিয়ে সিনেপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement